ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সেই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরেই করোনা টেস্টে পজিটিভ আসে বিপ্লব দেবের।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিপ্লব বলেন, ‘আমি করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছি। সবাইকে অনুরোধ করছি— করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিরাপদ থাকুন।’

এদিকে মুখ্যমন্ত্রীর করোনা পজিটিভ হওয়ার খবরে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে ত্রিপুরা রাজ্য বিজেপির মধ্যে। নির্বাচনের কারণে অধিকাংশ রাজনৈতিক সমাবেশ ও প্রচারে উপস্থিত ছিলেন বিপ্লব দেব। সে সময় তার সংস্পর্ষে এসেছেন বহুজন। তাদের মধ্যে দলের নেতাকর্মীরা যেমন আছেন, তেমনটি আছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী থেকে মারাত্মক সংক্রামক এই ভাইরাস অন্যদের মধ্যে ছড়ানোর দুশ্চিন্তা করছেন অনেকেই।

এই তালিকায় আছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরাও। কারণ, নিয়ম অনুযায়ী দেহরক্ষীসহ অন্যান্য নিরাপত্তাকর্মীরা নির্বাচনী প্রচার ও সমাবেশ চলার সময় সর্বক্ষণ মুখ্যমন্ত্রীকে ঘিরে ছিলেন।

বিপ্লব দেবের এই টুইটবার্তার পর করোনা মোকাবেলায় রাজ্য প্রশাসনের গাফিলতির অভিযোগ নিয়ে ফের সরব হয়েছেন ত্রিপুরা রাজ্য সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজেপি নেতা সুদীপ রায় বর্মণ।

তার অভিযোগ— করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রী ও রাজ্যপ্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিধানসভা অধিবেশনেও এ নিয়ে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। তার জের ধরে ত্রিপুরা রাজ্য বিজেপিতে অস্বস্তি দেখা দিয়েছে। সুদীপপন্থি অনেক বিধায়ক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন।

এসএমডব্লিউ