কোভিড-১৯: স্পেনে মৃত্যু ৫০ হাজার ছাড়াল
স্পেনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দেশ করোনায় প্রাণহানির দুঃখজনক এই মাইলফলক পেরোয়।
তবে গত তিন সপ্তাহের মধ্যে এই প্রথম দেশটিতে প্রতি লাখে কোভিড-১৯ সংক্রমিত হওয়ার হার কিছুটা কমেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার থেকে স্পেনে নতুন করে মোট ২৪ হাজার ৪৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮০ হাজার প্রায়।
বিজ্ঞাপন
এ ছাড়া একই সময়ে আরও ২৯৮ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর পর করোনার প্রকোপে এক সময় বিপর্যস্ত এই দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ১২২ জনে।
এদিকে রোববার থেকে স্পেন তথা গোটা ইউরোপে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম দফায় ইইউ জোটের অন্যান্য দেশের মতো স্পেনেও দেওয়া হয়েছে ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা।
বিজ্ঞাপন
এএস