প্রতিবেশী দেশ ভারতে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৩২ জন।  

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর জানুয়ারিতে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় ভারতে। ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত এক কোটি ২ লাখ ২৪ হাজার ৩০৩ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় হালনাগাদ এ হিসাব জানিয়ে বলেছে, গত ২৪ জুন ১৫ হাজার ৯৬৮ জনের পর দেশে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার। এ মাসে তৃতীয়বারের মতো দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজারের কম। 

মঙ্গলবার আরও ২৫২ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট প্রাণহানি গিয়ে ঠেকেছে ১ লাখ ৪৮ হাজার ১৫৩ জনে। 

আক্রান্তদের ইতোমধ্যে ৯৮ লাখ ৭ হাজার ৫৬৯ জন সুস্থ হওয়ায় ভারতে সুস্থতার হার এখন ৯৫ দশমিক ৯২ শতাংশ। অপরদিকে দেশটিতে মহামারি কোভিড-১৯ মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ। 

টানা আট দিন ধরে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন লাখের কম। বর্তমানে ২ লাখ ৬৮ হাজার ৫৮১ জন সক্রিয় রোগী রয়েছে দেশটিতে; যা ভারতে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর ২ দশমিক ৬৩ শতাংশ। 

সম্প্রতি প্রথমবার যুক্তরাজ্যে করোনার একটি অতি সংক্রামক ধরন শনাক্ত হয়েছে। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের এমন ছয় জন রোগী শনাক্ত হয়েছে; যারা সবাই যুক্তরাজ্য থেকে এসেছেন। 

এদিকে নতুন বছরের শুরুতে করোনার টিকাদান শুরুর আগে ভারতে শুরু হয়েছে টিকা দেওয়ার মহড়া বা ‘ড্রাই রান’। সোমবার দেশটির চার রাজ্যে দুই দিনের জন্য এ মহড়া শুরু হয়। 

অন্ধ্রপ্রদেশ, গুজরাট, আসাম ও পাঞ্জাবে এই মহড়া চালানোর মাধ্যমে দেশে করোনা টিকাদানের জন্য সব রকম প্রস্তুতি ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা-নিরিক্ষা করে দেখার কাজটি করছে দেশটির কর্তৃপক্ষ। 

এএস