রাশিয়ার সরকারের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, মহামারি করোনায় মৃত্যুর যে হিসাব তারা এতদিন দিয়ে এসেছেন, দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যা তার চেয়ে তিনগুণ বেশি।

মস্কো এ তথ্য দেওয়ায় করোনায় সর্বাধিক মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে এখন রাশিয়া। সবচেয়ে বেশি মৃত্যু নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপরই ব্রাজিল। এদিকে রাশিয়ার এ তথ্য দেওয়ার পর ভারতের অবস্থান এখন চতুর্থ।   

বিশেষজ্ঞরা এতদিন সরকারের দেওয়া মৃত্যুর হিসাব নিয়ে প্রশ্ন তুলে বলেছিল যে, তথ্য গোপন করে সরকার দেশের প্রাদুর্ভাবকে কম করে দেখাচ্ছে।

অথচ এতদিন ধরে রুশ প্রেসিডেন্ট তার দেশে করোনায় কম মৃত্যুহারের প্রশংসা করে আসছেন। এই মাসের শুরুতেও তিনি বলেছেন, মহামারি করোনা মোকাবিলায় পশ্চিমাদের তুলনায় তার দেশে অনেক ভালো করেছে।  

পেশাদার স্বাস্থ্যকর্মী ও ডাটা সায়েন্টিস্টসহ বিশেষজ্ঞরা এতদিন রাশিয়ার সরকারের দেওয়া করোনার সংক্রমণ ও মৃত্যুর হিসাব নিয়ে প্রশ্ন তুলে বলেছিল যে, তথ্য গোপন করে সরকার দেশের প্রাদুর্ভাবকে কম করে দেখাচ্ছে। 

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে সব ধরনের রোগে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ লাখ ২৯ হাজার ৭০০ জন। 

অবশেষে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের দেওয়া নতুন এই হিসাব তাদের সেই প্রশ্নগুলোকেই সত্য হিসেবে প্রমাণিত করলো। এতে করোনা নিয়ে দেশে দেশে সরকারের দেওয়া হিসাবগুলো যে প্রশ্নবিদ্ধ, তার প্রমাণ মিলল।  

রাশিয়ার রোসস্ট্যাট স্ট্যাটিস্টিক এজেন্সি জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে সব ধরনের রোগে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ লাখ ২৯ হাজার ৭০০ জন। 

সহকারী প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ‘যেসব মৃত্যু বেড়েছে তার ৮১ শতাংশের বেশি কোভিড-১৯ সংক্রমণে।’ ফলে হিসাব অনুযায়ী রাশিয়ায় প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৪ হাজার ৬১৮ এবং ব্রাজিলে ১ লাখ ৯১ হাজার ৫৭০ এবং রাশিয়ায় সর্বাধিক (১ লাখ ৮৬ হাজার) মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

দ্য মস্কো নিউজের প্রতিবেদনে অনুযায় ওই হিসাবে দেখা যাচ্ছে, ১৬ বছর আগে এ ধরনের মৃত্যুর তথ্য সংরক্ষণ করার পর এবারই প্রথম অন্য যে কোনো মাসের তুলনায় রাশিয়ার গত নভেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ।  

রোসস্ট্যাট এজেন্সির হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৪ হাজার ৬১৮ এবং ব্রাজিলে ১ লাখ ৯১ হাজার ৫৭০ এর রাশিয়ায় সর্বাধিক (১ লাখ ৮৬ হাজার) মানুষের মৃত্যু হয়েছে মহামারি কোভিড-১৯ সংক্রমণে। 

এএস