নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক হত্যা: পুলিশ কর্মকর্তা বরখাস্ত
হিলকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৯ ডিসেম্বর) তাকে বরখাস্ত করা হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গত ২১ ডিসেম্বর আন্ড্রি মরিস হিল (৪৭) নামের ওই আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা অ্যাডাম কয়ের বিরুদ্ধে। ঘটনার সময় মরিস হিল বাড়ির গ্যারেজে ছিলেন। সে সময় পর পর বেশ কয়েকটি গুলি চালিয়ে তাকে হত্যা করেন অ্যাডাম কয়। অথচ কয় একটি সাধারণ কারণে ঘটনাস্থলে এসেছিলেন।
এ ঘটনার পর অ্যাডাম কয়কে প্রাথমিকভাবে বহিষ্কার করেছিল কলম্বাস পুলিশ।
বিজ্ঞাপন
শহরটিতে তিন সপ্তাহের ব্যবধানে দুজন কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগ উঠলে প্রতিবাদে রাস্তায় নামেন বিক্ষুব্ধরা।
কলম্বাস পুলিশ প্রধান থমাস কুইনলান বলেন, অভিযোগের পক্ষে যুক্তিযুক্ত প্রমাণ রয়েছে। হিলের মৃত্যুতে কয়কে এখন স্টেট তদন্তকারীদের কাছে জবাবদিহি করতে হবে।
যুক্তরাষ্ট্রে পুলিশি হত্যায় একাধিক ভুক্তভোগী পরিবারের পক্ষে লড়ছেন আইনজীবী বেন ক্র্যাম্প। যার মধ্যে জর্জ ফ্লয়েডের পরিবারও রয়েছে, যার মৃত্যুতে বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র।
এই আইনজীবী বলেন, কৃষ্ণাঙ্গদের অপরাধী বা বিপজ্জনক হিসাবে দেখার প্রবণতার আরেকটি মর্মান্তিক উদাহরণ হিলের মৃত্যু। এ ঘটনা পুলিশকে সংস্কারের প্রয়োজনীয়তার দিকে আরেকবার ইঙ্গিত করে।
এসআরএস