ভারতের ৬ জন করোনার নতুন ধরনে আক্রান্ত
সম্প্রতি যুক্তরাজ্যে প্রথমবারের মতো শনাক্ত হওয়া মহামারি করোনাভাইরাসের নতুন একটি ধরনের সংক্রমণ প্রতিবেশী দেশ ভারতের ছয় জনের দেহেও শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবিসির অনলাইন প্রতিবেদনে ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, করোনার নতুন ধরনে আক্রান্ত এসব ভারতীয় সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর প্রতিবেশী দেশগুলোসহ বেশিরভাগ দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ছাড়াও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। গত সপ্তাহে ভারতও যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।
সম্প্রতি শনাক্ত হওয়া করোনার নতুন এই ধরনটি আরও বেশি সংক্রামক। তবে বিশেষজ্ঞরা নতুন ধরনকে অত বেশি বিপদজনক হিসেবে অভিহিত করছেন না বলে জানাচ্ছে যুক্তরাজ্যের সরকারি সম্প্রচারমাধ্যম বিবিসি।
বিজ্ঞাপন
এক কোটির বেশি কোভিড-১৯ আক্রান্ত মানুষ নিয়ে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে মহামারি করোনা। আর বরাবরের মতো ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
শত শত করোনা রোগীর চিকিৎসা দেওয়া ভারতের জরুরি সেবা বিভাগের বিশেষজ্ঞ ডা. এ ফাতহাউদ্দিন বলেন, ‘নতুন এই ধরন সর্বনাশ ডেকে আনতে পারে; যাতে আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
ভারতের কর্মকর্তারা দেশে প্রথমবারের মতো নতুন এই ধরনে আক্রান্ত ছয় জনের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখার কাজ করছেন বলে জানানো হয়েছে।
এএস