বর্ষবরণ করতে গিয়ে ১১ জনের মৃত্যু
নতুন বছরে সুন্দর আগামীর প্রত্যাশায় বিশ্বব্যাপী নানা উৎসব-আয়োজনে অংশ নিতে গিয়ে গত বৃহস্পতিবার রাতে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন বলে শনিবারের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি কটেজে ওইদিন মধ্যরাতে বর্ষবরণের উৎসব করার সময় কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ায় আট তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
দেশটির পুলিশ শুক্রবার এ খবর জানিয়ে বলেছে, রাত দশটার দিকে খবর পেয়ে তার দ্রুত ত্রিবিস্তভ এলাকার একটি কটেজে গিয়ে দেখেন বেশ কিছু মরদেহ পড়ে আছে। এসব মরদেহ ছিল ওই আট তরুণ-তরুণীর।
বসনিয়া ও ক্রোয়েশিয়াসহ স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই দুর্ঘটনার খবর জানিয়ে বলা হচ্ছে, ওইদিন বিষক্রিয়ায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সবাই উচ্চ মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
এ ছাড়াও ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি এলাকায় আতশবাজি পোড়ানোর সময় ২৫ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। আতশবাজিগুলো পরীক্ষা করতে গিয়ে তা ফেটে গেলে ওই তরুণ প্রাণ হারান।
নতুন বছরের প্রথম প্রহরে জার্মানির উত্তরের রিয়েৎজ শহরে বাড়িতে বানানো আতশবাজি পোড়ানোর সময় ২৪ বছরের এক তরুণ প্রাণ হারান। আতশবাজি বিষ্ফোরিত হলে মৃত্যু হয় তার।
বন্দুকে গুলি ও আতশবাজির মাধ্যমে বর্ষবরণ করতে গিয়ে ইরাকে কমপক্ষে একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া ২৫ জন আহত হন। দেশটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
এএস