ইউরোনিয়াম মজুত ২০ শতাংশে বাড়াবে ইরান
ইরান ২০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করতে চায় বলে জানিয়ে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা বলছে, এটি এখন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘন।
পারমাণবিক বোমা তৈরি করার জন্য শতকরা ৯০ ভাগের বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়। সে হিসেবে ইরানের কাছে এখনও ওই পরিমাণে ইউরেনিয়াম নেই। তাই তা বাড়াতে চাচ্ছে দেশটি।
বিজ্ঞাপন
তবে ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রসহ ছয় পরাশক্তির সঙ্গে করা চুক্তি অনুযায়ী ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৪ শতাংশের নিচে রাখার কথা ছিল।
অবশ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে এনে পুনরায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। তারপর থেকেই ইরান এই চুক্তি লঙ্ঘন করতে শুরু করে।
বিজ্ঞাপন
তবে ওই চুক্তির অন্যান্য অংশীদার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের আশা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র ফের চুক্তিতে ফিরবে।
ইরান কী পরিকল্পনা করছে?
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে যে, ইরান ২০ শতাংশ পর্যন্ত পরমাণু সমৃদ্ধকরণের বিষয়ে তাদের পরিকল্পনার কথা ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্লান্টকে জানিয়েছে। ইরানের এই পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পটি দেশটির একটি পাহাড়ের ভেতরে নির্মিত একটি স্থাপনা।
বিশ্বব্যাপী পরমাণু বিষয়ক কর্মকাণ্ডের নজরদারি সংক্রান্ত জাতিসংঘের এই সংস্থাটি আরও বলছে, ‘সংস্থাটিকে যে চিঠি ইরান দিয়েছে, সেখানে এই সমৃদ্ধকরণ কার্যক্রম কখন হবে তা অবশ্য বলা হয়নি।’
২০১৯ সালে পরমাণু চুক্তিতে ইরান ৩.৬৭% এর বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না বলে শর্ত ছিল। সেই শর্ত লঙ্ঘন করলেও দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা তখন থেকেই ৪.৫% পর্যন্ত স্থির রয়েছে।
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহেকে হত্যার প্রতিক্রিয়ায় গত মাসে ইরানের পার্লামেন্ট পরমাণু সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা বিষয়ক আইন পাসের পর এমন খবর আসলো।
ওই আইনে বলা হয়েছে যে, ইরানের তেল ও আর্থিক খাতের ওপর নিষেধাজ্ঞাগুলো দুই মাসের মধ্যে সহজতর না করলে ইরানের সরকার ২০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ আবারও শুরু করবে।
নাটানজ এবং ফোর্ডোতে ইরানের পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের যেন যেতে দেওয়া না হয় সে বিষয়ে ওই আইনে আদেশ দেওয়া হয়েছে।
এএস