ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই তদন্ত শুরুর চিঠি
নির্বাচনের ফল পাল্টানোর বেআইনি পদক্ষেপ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) চিঠি দিয়েছেন দেশটির দুজন আইনপ্রণেতা।
ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে চাপ দিচ্ছেন, এমন একটি ফোনালাপ ওয়াশিংটন পোস্টের মাধ্যমে ফাঁস হওয়ার দিনই তারা এ চিঠি দেন।
বিজ্ঞাপন
এমন অপরাধের জন্য ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বান জানিয়ে এফবিআই পরিচালক ক্রিস ওরেকে চিঠি দিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদলীয় সদস্য টেড লিউ ও ক্যাথলিন রাইস।
৪ জানুয়ারি ক্রিস ওরেকে পাঠানো চিঠিতে তারা লিখেছেন ‘কংগ্রেসের সদস্য ও সাবেক আইনজীবী হিসেবে আমাদের বিশ্বাস, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী অপরাধ ও ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন।’
বিজ্ঞাপন
রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য এফবিআই পরিচালককে ওরেকে দেওয়া চিঠিতে তারা লিখেছেন, ‘প্রেসিডেন্টের বিরুদ্ধে শিগগিরই একটি অপরাধমূলক তদন্ত শুরু করার আহ্বান জানাচ্ছি আপনাকে।’
ফাঁস হওয়া ফোনালাপে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড ব্র্যাডকে ট্রাম্প বলেছেন, তার জন্য জর্জিয়ায় জেতার মতো ভোট খুঁজে বের করতে। তিনি বিশ্বাস করেন না, জর্জিয়ায় জো বাইডেনের কাছে তিনি হেরেছেন।
কারচুপির কোনো প্রমাণ নেই, রিপাবলিকান ব্রাড এমনটা জানালেও ট্রাম্প তাকে বলেন, ‘দেখুন, আমি শুধু এটা দেখতে চাই। আমি চাই আপনি ১১ হাজার ৭৮০ ভোট খুঁজে বের করুন। কারণ জর্জিয়ায় আমরাই জিতেছি।’
যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারনী রাজ্যগুলোর (ব্যাটলগ্রাউন্ড স্টেট) একটি ছিল জর্জিয়া। শুরু থেকেই ট্রাম্প কারচুপির অভিযোগ করলেও তা আদালত এমনকি সুপ্রিম কোর্টেও ধোপে টেকেনি।
এএস