করোনাভাইরাসের ভ্যাকসিন হালাল কিনা তা নিয়ে শুরু হওয়া বিতর্কের অবসানে ফতোয়া জারি করছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ইন্দোনেশীয় উলামা কাউন্সিল (এমইউআই)। চীনের তৈরি করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের গণহারে প্রয়োগ আগামী সপ্তাহে শুরুর আগে এমইউআই এই ফতোয়া জারি করতে যাচ্ছে।

চীনের সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার পর আগামী ১৩ জানুয়ারি প্রয়োগ কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে বিশ্বের সর্ববৃহৎ এই মুসলিম দেশ। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত উপাদান ইসলামে হালাল নাকি হারাম— সেবিষয়ে সিদ্ধান্ত জানাবে এমইউআই।

২০১৮ সালে দেশটির সর্বোচ্চ এই ধর্মীয় পরিষদ হামের টিকা হারাম ঘোষণা করে ফতোয়া জারি করে। 

দেশটিতে এমইউআইয়ের হালাল খাদ্য ও ওষুধবিষয়ক কর্মকর্তা মুতি আরিনতাওয়াতি বলেছেন, সরকার টিকাদান কর্মসূচি শুরুর আগেই এই বিষয়ে ফতোয়া জারি হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।  

তিনি বলেন, ভ্যাকসিন হালাল নাকি হারাম সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এমইউআই। দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সঙ্গে লড়াই করছে ইন্দোনেশিয়া। অর্থনীতি এবং জনস্বাস্থ্যের ক্ষয়ক্ষতি প্রশমনে একটি টিকার ওপর নির্ভর করছে দেশটির কর্তৃপক্ষ। 

ভ্যাকসিনবিরোধীরা কোনও ধরনের ঝুঁকি তৈরি করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এমইউআই কীভাবে এই পরিস্থিতি সামলায় সে পর্যন্ত অপেক্ষা করবে সরকার। ভ্যাকসিন নিতে জনগণের আগ্রহ তৈরি করতে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আগামী সপ্তাহে প্রথমে ভ্যাকসিন নেবেন।

জনগণকে আশ্বস্ত করার জন্য হালাল ঘোষণার বিষয়ে ইন্দোনেশীয় সরকারের স্বচ্ছতা দরকার।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডিকি বাডিম্যান

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ওষুধপ্রস্তুতকার কোম্পানি বায়ো ফার্মাকে চীনের সিনোভ্যাক জানিয়েছে, শুকরের উপাদান ছাড়াই তাদের ভ্যাকসিন তৈরি করা হয়েছে।

বায়ো ফার্মার কর্মকর্তা ব্যামব্যাং হেরিয়ান্তো চীনের সিনোভ্যাকের এই বিবৃতির বিষয়ে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, ভ্যাকসিন হালাল কিংবা হারামের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে এমইউআই। এ বিষয়ে জানতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স সিনোভ্যাকের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানতে পারেনি।

টিকাদান কর্মসূচির শুরুর জন্য ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জরুরি ব্যবহারের অনুমোদন প্রয়োজন। 

অন্য কোনও বিকল্প না থাকায় হারাম হলেও জরুরি ভ্যাকসিন ব্যবহার করা হতে পারে।

দেশটির মুসলিমদের বৃহত্তম সংগঠন নাহদলাতুল উলামা

প্রতিবেশি দেশ মালয়েশিয়ার সর্বোচ্চ ধর্মীয় নীতি-নির্ধারণী পরিষদ করোনাভাইরাসের ভ্যাকসিনকে হালাল বলে ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সরকার যাদের তালিকা করেছে, তাদের জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে।

সূত্র : রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস।

এসএস