আবারও করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড ভাঙলো যুক্তরাষ্ট্র। করোনার হালনাগাদ তথ্য জানানো জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। 

প্রকোপ শুরুর পর দেশটির মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা।  আক্রান্তের সংখ্যা দুই কোটি দশ লাখ ছাড়িয়েছে।

মহামারি করোনায় বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত নতুন করে আরও দুই লাখ ৫০ হাজার ১৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।  

এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা দুই কোটি দশ লাখ ছাড়িয়েছে। প্রকোপ শুরুর পর দেশটির মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা। 

যুক্তরাষ্ট্রের কোভিড ট্র্যাকিং প্রজেক্টের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারি এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর এখন সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন; যে সংখ্যাটা এক লাখ ৩১ হাজারের বেশি।  

ছয় দিন আগেও যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছিল।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, এ বছর পেরোনোর পরও যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটছে। 

রেকর্ডসংখ্যক রোগী শনাক্তের কারণে হাসপাতালে বেড পূর্ণ হয়ে হওয়ায় বাঁচার সম্ভাবনা খুব কম, এমন রোগীদের হাসপাতালে না নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স কর্মীদের নির্দেশনা দিয়েছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড হয়েছিল ছয় দিন আগে। ডিসেম্বরে চীন থেকে বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসে চলতি বছরের প্রথম দিনেও দেশটিতে রেকর্ড ৩ হাজার ৯২০ রোগীর মৃত্যু হয়েছিল। 

বিগত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল আশঙ্কাজনক। নভেম্বরের শেষদিকের পর থেকে দেশটিতি করোনায় মৃত্যু নাটকীয়ভাবে বেড়েছে। প্রতিনিয়ত দুই হাজার, মাঝে মধ্যে তা ছিল ৩ হাজারের বেশি।  

এএস