২৮ বছরে সবচেয়ে কম গাড়ি বিক্রি যুক্তরাজ্যে
২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৬ লাখ ৩০ হাজার গাড়ি কম বিক্রি হয়েছে যুক্তরাজ্যে
মহামারির ধাক্কায় ২০২০ সালে যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি বিক্রি ছিল ১৯৯২ সালের পর সবচেয়ে কম। ইলেক্ট্রিক গাড়ি বিক্রি বাড়লেও ওই বছর বার্ষিক হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছে দেশটিতে।
যুক্তরাজ্যের সোসাইটি ফর মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে, ২০২০ সালে এর আগের বছরের তুলনায় যুক্তরাজ্যে ২৯ শতাংশ কমে বিক্রি হয়েছে আনুমানিক ১৬ লাখ ৩০ হাজার গাড়ি।
বিজ্ঞাপন
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ খবর জানিয়ে লিখেছে, এর প্রধান কারণ হিসেবে মার্চে প্রথমবার দেশজুড়ে লকডাউন জারির বিষয়টিকে তুলে ধরা হয়েছে। কেননা বছরের ওই মাসেই দেশটিতে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়।
২০২০ সালের মার্চের শেষদিক থেকে জুন পর্যন্ত যুক্তরাজ্যের বিলাসবহুল গাড়ি বিক্রির শোরুম বন্ধ থাকায় অনলাইনে বিক্রি ছাড়াও কারখানায় সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধিনিষেধ জারি করতে বাধ্য হয় কোম্পানিগুলো।
বিজ্ঞাপন
সোসাইটি ফর মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের প্রধান নির্বাহী মাইক হাওয়েস বলছেন, ‘এটা খুবই কঠিন একটা বছর ছিল আমাদের জন্য। গাড়ি নির্মাণ ও বাজারজাত শিল্পে এবারের ধাক্কা ছিল একেবারে অপ্রত্যাশিত।’
২০১৬ সালে ২৭ লাখ বিলাসবহুল গাড়ি বিক্রি হলেও গত বছর ২০১১ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে মোট গাড়ি বিক্রির সংখ্যা ছিল বিশ লাখের কম। এতে অর্থনীতির প্রধান এই খাতটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাইক হাওয়েস বলেন, গত ৪ জানুয়ারি থেকে ইংল্যান্ডজুড়ে আবারও জাতীয়ভাবে লকডাউন জারি করার কারণে এই সংকট কাটিয়ে ২০২১ সালে গাড়ি বিক্রির পরিমাণ মহামারির আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব না।
এএস