বাইডেনের জয় নিশ্চিত করছে কংগ্রেস
ইলেক্টোরাল কলেজের স্বীকৃতির পর এবার যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসও গত নভেম্বরে অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে যাচ্ছে।
গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি মনোনীত প্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত করেছিল দেশটির ইলেক্টোরাল কলেজ। কংগ্রেসের বুধবারের অধিবেশনে ইলেক্টোরাল কলেজের ভোটের পুনর্গণনা এবং যাচাই শেষে এই স্বীকৃতি দেয়া হবে বলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিজ্ঞাপন
সিনেট সদস্য টেড ক্রুজের নেতৃত্বে কংগ্রেসের রিপাবলিকান পার্টির কিছু সদস্য অবশ্য ট্রাম্পের নির্বাচনে কারচুপি বিষয়ক অভিযোগ সমর্থন করে কংগ্রেসের এই অধিবেশন পেছানোর আহ্বান জানিয়েছিলেন, তবে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের চাপে তাদের আপত্তি ধোপে টেকেনি।
এদিকে কংগ্রেসের এই অধিবেশন বাতিলের দাবিতে ডাক দেয়া মিছিলে অংশ নিতে ট্রাম্পের সমর্থকরা ইতোমধ্যে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তাদের পাল্টায় ডেমোক্র্যাট পার্টির সমর্থকরাও মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
বিজ্ঞাপন
গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন, এ বিষয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি।
তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন।
যা হবে কংগ্রেসে
বুধবার কংগ্রেসের দুই কক্ষ – হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। যুক্তরাষ্ট্রের ৫০ টি আসনে ইলেক্টোরাল কলেজের ভোটের ফলাফলের বিষয়ে আলোচনা ও তার স্বীকৃতি দেয়া হবে ওই অধিবেশনে।
যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী ভোটাররা তাদের ব্যালটের মাধ্যমে ইলেক্টরদের নির্বাচন করেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় নির্ভর করে ইলেক্টরদের ভোটের ভিত্তিতে।ইলেক্টর হিসেবে যারা ভোট দেন তাদের সমন্বিত মঞ্চের নাম ‘ইলেক্টোরাল কলেজ’। যুক্তরাষ্ট্রে বর্তমানে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮ টি, অর্থাৎ ইলেক্টোরাল কলেজের বর্তমান সদস্য সংখ্যা ৫৩৮ জন।
কোনো প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হলে তাকে ইলেক্টোরাল কলেজের অন্তত ২৭০ টি ভোটপ্রাপ্তি নিশ্চিত করতে হয়।
গত নভেম্বরের নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ৩০৬ টি ভোট পেয়েছেন বাইডেন, ট্রাম্প পেয়েছেন ২৩২ টি ভোট।
ইলেক্টোরাল কলেজের ভোটের এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও স্বীকৃতি দেয়ার জন্যই বুধবার কংগ্রেসের অধিবেশনে বসবেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট সদস্যরা।
ট্রাম্পের টুইট
এদিকে অধিবেশনের একদিন আগে মঙ্গলবার নিজের সমর্থকদের উদ্দেশ্যে মিছিলের ডাক দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তায় তিনি বলেছেন, ‘সেভ আমেরিকা র্যালি’ নামের ওই মিছিলে বক্তব্য রাখবেন তিনি।
অধিবেশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিতে ইতোমধ্যে ওয়াশিংটনে জড়ো হয়েছেন ট্রাম্পের কয়েক হাজার সমর্থক।
মিছিলে অংশ নিতে আসা ট্রাম্পের একজন সমর্থক আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস(এপি) নিউজ এজেন্সিকে বলেন, ‘ আমি এখানে এসেছি শুধু প্রেসিডেন্টকে সমর্থন জানাতে। আমি নিশ্চিত নই যে এই অবস্থায় এখন তিনি কী করবেন, তবে তিনি একটি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন এবং তা শোনার জন্যই আমি এসেছি।’
ট্রাম্পের সমর্থকদের আগ্নেয়াস্ত্র বহনের বিষয়ে সতর্ক করেছে ওয়াংশিংটন ডিসি কর্তৃপক্ষ। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ন্যাশনাল গার্ডের কয়েক শ’ সদস্যও মোতায়েন করা হয়েছে।
এসএমডব্লিউ