মডার্নার টিকা অনুমোদন দিল ইইউ
জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মডার্নার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। ডিসেম্বরের শেষভাগে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পর দ্বিতীয় হিসেবে ইউরোপে ব্যবহারের স্বীকৃতি পেল মডার্নার টিকা।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েলের তুলনায় টিকাদান কর্মসূচিতে পিছিয়ে পড়ায় ইইউয়ের বিরুদ্ধে চলমান সমালোচনার মধ্যেই মডার্নার টিকার অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন।
বিজ্ঞাপন
ইউরোপিয়ান মেডিকেল এজেন্সির পরিচালক এমের কুক মডার্নার টিকার অনুমোদনের বিষয়ে বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দ্বিতীয় হাতিয়ার হিসেবে এই ভ্যাকসিন আমাদের জন্য সহায়ক হবে।’
ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লেন বলেন, ‘ইউরোপে মহামারি মোকাবিলায় দ্বিতীয় একটি টিাকার আগমন নিঃসন্দেহে একটি সুসংবাদ।’
বিজ্ঞাপন
মডার্নার টিকা অনুমোদনের জন্য আমস্টার্ডামভিত্তিক ইএমএকে চাপ দিয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। গত সোমবার ইএমএর বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সেদিন তাতে অপারগতা প্রকাশ করে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এর কারণ হিসেবে অবশ্য ইএমএ কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, মডার্নার টিকা এবং এর প্রস্তুতকারী প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য যাচাই করতে সময় লেগেছে।
গত ২৭ ডিসেম্বর থেকে ইউরোপের ২৭টি দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচি ধীরগতি হয়ে পড়ার কারণে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে ইইউর বিভিন্ন দেশে।
এ কর্মসূচিতে ফাইজার-বায়োএনটেকের টিকাকেই শুধু ব্যবহার করার সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন অনেক ইউরোপীয় নেতা।
তাদের বক্তব্য, যেখানে যুক্তরাষ্ট্র ফাইজার বায়োএনটেকের পাশাপাশি মডার্নার টিকা ব্যবহার করছে, ব্রিটেন ব্যবহার করছে অ্যাস্ট্রোজেনকার, সেখানে শুধু একটি টিকা ব্যবহার করে পুরো ইউরোপে এই কর্মসূচি সফল করা সম্ভব নয়।
ইউরোপীয় নেতাদের সমালোচনার জবাবে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম অঙ্গসংগঠন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল মঙ্গলবার জানিয়েছিলেন, ইউরোপের ৪৫ কোটি মানুষকে দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আনা একটি ‘বিশাল চ্যালেঞ্জ’।
তিনি আরো বলেন, ‘আমরা দিনরাত কাজ করে যাচ্ছি; এবং আশা করছি, বর্তমান ইউরোপের যে অবস্থা তা বিবেচনা করে ইএমএ এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ