উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আবেদন খারিজ করে দেওয়ার দুদিন পর অ্যাসাঞ্জের করা জামিন আবেদনও নামঞ্জুর করে দিয়েছে যুক্তরাজ্যের লন্ডনের একটি আদালত। 

বিচারক ভেনেসা ব্যারিটেসার বুধবারের রায়ে বলেন, ‘বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে অ্যাসাঞ্জকে আজ মুক্তি দেওয়া হলে তিনি আদালতে আত্মসমর্পণ করতে এবং আপিলের বিচারের মুখোমুখি হতে ব্যর্থ হবেন।’

২০১০-১২ সালে মার্কিনসহ বিভিন্ন দেশের রাষ্টীয় নথি প্রকাশ করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা ৪৯ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জ।   

অ্যাসাঞ্জকে জামিন দিয়ে কারাগার থেকে মুক্তির দেওয়ার পক্ষে তার আইনজীবীরা লন্ডনের ওই আদালতের শুনানিতে যুক্তি তুলে ধরলেও বিচারক তার আইনজীবীদের যুক্তি খারিজ করে দিয়েছেন।

ফলে লন্ডনের বেলমার্শ কারাগারেই থাকতে হচ্ছে ২০১০-১২ সালে মার্কিনসহ বিভিন্ন দেশের রাষ্টীয় নথি প্রকাশ করে বিশ্বব্যাপী সাড়া জাগানো প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা ৪৯ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জকে।   

২০১২ সালে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিলেও ইকুয়েডর আশ্রয় বাতিলের পরপরই ২০১৯ সালের এপ্রিলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।

সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ার সময় ব্রিটিশ আদালতের জামিনের শর্ত লঙ্ঘন করার অভিযোগে ৫০ সপ্তাহ ধরে অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন।

২০১৯ সালের এপ্রিলে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তিনি ২০১২ সালে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিলেও ইকুয়েডর আশ্রয় বাতিলের পরপরই অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়।

গোপন মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের দায়ে যুক্তরাষ্ট্রে উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নামে একাধিক মামলা আছে। 

গোপন মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের দায়ে যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের নামে মামলা আছে। তারই বিচার করতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণের জন্য লন্ডনের আদালতে আবেদন করেছিল ওয়াশিংটন।
 
কিন্তু অ্যাসাঞ্জের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ এবং প্রত্যর্পণ করা হলে আত্মহত্যা করতে পারেন, এমন ঝুঁকি বিবেচনায় গত সোমবার একই বিচারক অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের সেই আবেদন খারিজ করে দেন। 

লন্ডনের ডিস্ট্রিক্ট জজ ভ্যানেসা ব্যারিতসার তার রুলে বলেন, মার্কিন কৌঁসুলিরা বিচারের জন্য অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের কথা বললেও এর আগে তাকে আত্মহত্যা করা থেকে ঠেকাতে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র।

এএস