সম্পর্ক স্বাভাবিকের কয়েক মাস যেতে না যেতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে শীর্ষ একজন কূটনীতিক নিয়োগ দিয়েছে ইসরায়েল। তেল সমৃদ্ধ এই দেশটিতে স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার প্রস্তুতির মাঝে তুরস্কে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এতান নায়েহকে আমিরাতে নিয়োগে দেয়া হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রথম শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করবেন নায়েহ। আগামী কয়েকদিনের মধ্যে আবু ধাবিতে পৌঁছাবেন তিনি।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি অস্থায়ী দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী মার্চে ইসরায়েলের জাতীয় নির্বাচনের পর আমিরাতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার কথা রয়েছে তেলআবিবের।

পূর্ণাঙ্গ স্থায়ী মিশন স্থাপন না হওয়া পর্যন্ত তুরস্কে নিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূত আমিরাতে ইসরায়েলি মিশনে অস্থায়ীভিত্তিতে কাজ করবেন।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিকের এক চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল।

পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে ভবিষ্যৎ দখলদারিত্ব বন্ধের পরিকল্পনার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, পশ্চিম তীর, জেরুজালেমে ভূখণ্ড ইসরায়েলের ভূখণ্ড অন্তর্ভূক্তির পরিকল্পনা আলোচনার টেবিলে আছে।
 
বছরের পর বছর ধরে ফিলিস্তিনিরা বলে আসছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে তা দীর্ঘদিনের প্যান-আরব অঞ্চলের অবস্থানকে দুর্বল করে ফেলবে। অধিকৃত ভূখণ্ড থেকে সরে যাওয়া এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিনিময়ে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের নীতি প্যান-আরব অঞ্চলের।

আবু ধাবির পদাঙ্ক অনুসরণ করে বাহরাইন, সুদান এবং মরক্কোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।

রাবাত চুক্তি অনুযায়ী, পুরো পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্পেনের উপনিবেশ শেষ হওয়ার পর ১৯৭৫ সালে বিতর্কিত এই অঞ্চল দখল করে মরক্কো। যদিও এখন পর্যন্ত পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।

এসএস