ইয়েমেনের লাখ লাখ শিশু মৃত্যুঝুঁকিতে: জাতিসংঘ
মানবিক সহযোগীতার অভাবে আগামী কয়েক মাসের মধ্যে ইয়েমেনে লাখ লাখ শিশুর মৃত্যু ঘটবে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘের অধিভূক্ত সংস্থা কো অর্ডিনেশন অব হিউম্যানেটারিয়ান অ্যাফেয়ার্স(ওসিএইচএ)।
বুধাবর এক টুইটবর্তায় ওসিএইচএর পক্ষ থেকে বলা হয়,‘ জরুরিভিত্তিতে এখনই কিছু করা না গেলে আগামী মাসগুলোতে লাখ লাখ ইয়েমেনি শিশুর মৃত্যুসংবাদ শুনতে হবে আমাদের।’
বিজ্ঞাপন
প্রয়োজনীয় তহবিলের অভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে জাতিসংঘের সংগঠনগুলো ঠিকমতো কাজ করতে পারছে না বলেও জানানো হয়েছে ওশার টুইটবার্তায়।
সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, ধারাবাহিক সংঘাত এবং মানবিক সহায়তামূলক উপকরণের অভাবে ইয়েমেনজুড়ে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
২০১৪ সালে ইয়েমেনের ক্ষমতাসীন সরকারকে হটিয়ে হুতি বিদ্রোহিরা দেশটির রাজধানী সানা দখল করে নেয়ার মধ্যে দিয়ে সংঘাত শুরু হয় ইয়েমেনে। পরিস্থিতি আরো প্রকট হয় ২০১৫ সালের মার্চে, সৌদি সমর্থন পুষ্ট সরকারপন্থী মিলিশিয়া বাহিনী যখন হুতি বিদ্রোহিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
উভয়পক্ষের সংঘর্ষে বিধ্বস্ত ইয়েমেনে প্রয়োজনীয় খাবার ও সুপেয় পানির অভাবে ধুঁকছেন বর্তমানে আড়াই কোটি মানুষ, যা মোট জনসংখ্যার ৮৪ শতাংশ।
চলমান সংঘাতের কারণে করোনা মহামারি দেখা দেয়ারও আগে ইয়েমেনের স্বাস্থ্যসেবা কাঠামো সম্পুর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
জাতিসংঘ বরাবরই বলে আসছে, মানবিক বিপর্যয়ের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ইয়েমেনের অবস্থান শীর্ষে।
সূত্র: মিডলইস্ট মনিটর।
এসএমডব্লিউ