বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের খণ্ড-বিখণ্ড অঙ্গ উদ্ধার
○ শনিবার বেলা ২টা ৩৬ মিনিটে উড্ডয়ন করে বোয়িং ৭৩৭-৫০০
○ উড্ডয়নের ৪ মিনিট ২২ সেকেণ্ড পর যোগাযোগ বিচ্ছিন্ন
○ শ্রীবিজয়া এয়ারের এই উড়োজাহাজে ১২ জন ক্রু ও ৫০ যাত্রী ছিলেন
○ যাত্রীদের খণ্ড-বিখণ্ড অঙ্গ ও ব্যাগ উদ্ধার
○ রোববার সাগরে ব্ল্যাকবক্সের অবস্থান শনাক্ত
রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র চার মিনিটের মাথায় সাগরে বিধ্বস্ত শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজের ব্ল্যাকবক্সের অবস্থান শনাক্ত করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। এর পাশাপাশি বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ এবং মানবদেহের খণ্ডিত কিছু অংশও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
বিজ্ঞাপন
শনিবার দুপুর আড়াইটার দিকে জাকার্তা পশ্চিম কালিমান্তনের পন্তিয়ানাকের উদ্দেশে ৬২ যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা শুরু করেছিল শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০। যাত্রা শুরুর মাত্র ৪ মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি কমিটির প্রধান সোয়ারজান্তো জাহজোনো বলেছেন, শ্রীবিজয়া এয়ারের বিধ্বস্ত ফ্লাইটের দু’টি ব্ল্যাকবক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমার ব্যাপারে তথ্য না দিয়ে দেশটির সেনাবাহিনীর প্রধান হাদি জাহজান্তো বলেছেন, আশা করছি, আমরা শিগগিরই ব্ল্যাকবক্স উদ্ধার করতে পারবো।
বিজ্ঞাপন
উদ্ধারকারীরা ইতোমধ্যে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ জাকার্তা বন্দরে নিয়ে এসেছেন। কর্তৃপক্ষ বলছে, জাকার্তা উপকূলের কয়েকটি দ্বীপের ৭৫ ফুট গভীর থেকে এসব ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
তল্লাশি ও উদ্ধার সংস্থার কর্মীরা দু’টি ব্যাগ নিয়ে এসেছেন। পুলিশ এসব ব্যাগ গ্রহণ করেছে। এর মধ্যে একটি ব্যাগে মানব দেহের অঙ্গ আছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসিরি ইউনুস
উদ্ধারকৃত একটি ধাতব পদার্থে শ্রীবিজয়া এয়ারের নীল এবং লাল রঙয়ের চিত্র দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, তারা বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ ও পোশাক উদ্ধার করেছেন। নিখোঁজ যাত্রীদের মরদেহ শনাক্ত করতে ডেন্টাল ও ডিএনএ নমুনার তথ্য দিয়ে স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া পুলিশ।
শ্রীবিজয়া এয়ারের ওই উড়োজাহাজে ১২ জন ক্রু ও ৫০ যাত্রী ছিলেন; যাদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। এই যাত্রীদের মধ্যে সাত শিশু ও তিনজন সদ্যোজাত রয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিখোঁজদের জীবিত উদ্ধারে জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।
আকাশে উড়োজাহাজের অবস্থান শনাক্তকারী সাইট ফ্লাইটরাডার২৪ বলছে, স্থানীয় সময় বেলা ২টা ৩৬ মিনিটের দিকে উড়োজাহাজটি জাকার্তা থেকে উড্ডয়ন করে।
মাত্র চার মিনিটের মধ্যে সেটি ১০ হাজার ৯০০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এর পরপরই উড়োজাহাজটি নিচের দিকে দ্রুতগতিতে নামতে থাকে এবং উড্ডয়নের চার মিনিট ২২ সেকেণ্ড পর সেটি তথ্য পাঠানো বন্ধ করে দেয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি নির্ধারিত পথে না গিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে যাত্রা শুরু করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তারা পাইলটের কাছে কারণ জানতে চান। পাইলট সেই প্রশ্নের উত্তর দেয়ার আগেই উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২০১৮ সালে ১৮৯ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান বিধ্বস্তের পর শনিবারের এই দুর্ঘটনা ঘটল। ওই বছর লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি সোয়েকারনো হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই জাভা সাগরে বিধ্বস্ত হয়।
এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের তথ্য বলছে, গত দশকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
সূত্র : রয়টার্স।
এসএস