ফুলেফেঁপে উঠছে চীনের অর্থনীতি, প্রয়োজন ভারসাম্য: আইএমএফ
পৃথিবীর বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে দ্রুত চীন এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অন্যতম বৃহৎ বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এই অগ্রগতিতে ভারসাম্যের অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে সমূহ বিপদের সম্ভাবনাও।
২০২১ সালে আট শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য স্থির করা বিশ্বের অন্যতম বৃহৎ এই দেশটির বিষয়ে আইএমএফের চীন মিশনের প্রধান এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগর এলাকা বিভাগের সহকারি পরিচালক হেলজ বার্জার জানিয়েছেন, চীনের দ্রুত বিকাশমান অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘ভারসাম্যের অভাব’।
বিজ্ঞাপন
শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে ‘২০২০ চায়না আর্টিক্যাল ফোর্থ স্টাফ রিপোর্ট’ প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্জার বলেন, ‘২০২০ সালে পুরো বিশ্ব যখন মহামারির ধাক্কায় পর্যুদস্ত, তখন চীন ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সমর্থ হয়েছে। ২০২১ সালে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৮ শতাংশ নির্ধারণ করেছে চীন সরকার। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে চীন দ্রুত অগ্রসর হচ্ছে- এ ব্যাপারে যেমন সন্দেহ নেই, তেমনটি এটিও সত্য যে এই অগ্রগতিতে ভারসাম্যের অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে সমূহ বিপদের সম্ভাবনা।’
সংবাদ সম্মেলনে বার্জার জানান, এখন পর্যন্ত চীনের এই অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশে সরকারি খাতের ওপর নির্ভরশীল। দেশটির বেসরকারি খাত অনেকটাই দুর্বল, যা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় মোটেও ভারসাম্যের চিত্র বহন করে না।
বিজ্ঞাপন
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘চীন সরকার যদিও অতিসম্প্রতি দেশের বেসরকারি অর্থনৈতিক খাতকে শক্তিশালী করতে পদক্ষেপ নেয়ার কথা ভাবছে কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদী ব্যাপার।’
‘এছাড়া আর একটি বিষয় হলো দেশটির জনগণের অর্থব্যায়ের ওপর বিধিনিষেধ আরোপ। একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতির জন্য শক্তিশালী বেসরকারি খাতের পাশাপাশি একটি পর্যায় পর্যন্ত জনগনকে অর্থ ব্যয়ের স্বাধীনতা দেয়া উচিত।’
২০২০ সালে বিশ্বজুড়ে মহামারির বছরেও চীন তার অবকাঠামোগত পুনর্গঠন এবং উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়েছে বলে জানিয়েছেন বার্জার। একে ইতিবাচক বলেও উল্লেখ করেছেন তিনি।
গত শতকের শেষ দশক থেকে চীনের শিল্পভিত্তিক উৎপাদন বাড়লেও সর্বশেষ গত কয়েকবছরে এর গতি কিছুটা মন্থর হয়ে গেছে উল্লেখ করে হেলজ বার্জার বলেন, ‘কঠিন সময় আসছে সামনের বছরগুলোতে, কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জও অপেক্ষা করে আছে আমাদের সবার জন্য। চীন যদি তার বর্তমান অগ্রগতি ধরে রাখতে চায়, অবশ্যই সবার আগে তাকে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো প্রস্তুতের দিকে মনযোগী হতে হবে।’
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ