লকডাউনের মধ্যে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
দুর্নীতির দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছেন দেশটির হাজার হাজার নাগরিক।
স্থানীয় সময় রোববার জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের কাছে জেরুজালেম স্কয়ারে জড়ো হয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন কয়েক হাজার ইসরায়েলী। এ সময় তারা বলতে থাকেন – ‘যাও বিবি, ঘরে ফিরে যাও।’
বিজ্ঞাপন
বেঞ্জামিন নেতানিয়াহুর ডাকনাম বিবি। ইসরায়েলের অধিকাংশ জনগণ নেতানিয়াহুকে তার ডাকনাম ধরেই সম্বোধন করেন।
২০০৯ সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক বিশ্বে ইসরায়েলের অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
এমন এক সময়ে ইসরায়েলে নেতানিয়াহুবিরোধী আন্দোলন শুরু হলো, যখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তৃতীয় পর্যায়ে লকডাউন জারি করেছে দেশটির সরকার; পাশাপাশি শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচিও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বে একক দেশ হিসেবে সর্বাধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে সমর্থ হয়েছে ইসরায়েল।
৭১ বছর বয়স্ক এই জাতীয় নেতার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে ইসরায়েলে। চলতি সপ্তাহে তার বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউন এবং কঠিন করোনা বিধিনিষেধ আরোপের কারণে তা স্থগিত করেছেন আদালত।
নেতানিয়াহু অবশ্য বরাবরই বলে আসছেন, তিনি কোনো অন্যায় করেননি; বরং নিজেকে দেশের ‘নিষ্ঠুর’ গণমাধ্যম, আইনপ্রয়োগকারী সংস্থা এবং বিচারবিভাগের ‘অসহায় শিকার’ বলেও একাধিকবার উল্লেখ করেছেন তিনি।
গতবছরের গোড়া থেকে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে থাকে, মাঝামাঝি সময় থেকে শুরু হয় আন্দোলন।
এ সময়সীমার মধ্যে অবশ্য দু’টি জাতীয় লকডাউন পার করেছে দেশটি, এখন চলছে তৃতীয় লকডাউন।
সূত্র: আলজাজিরা।
এসএমডব্লিউ