বিশ্বের প্রাচীনতম প্রাণী গুহাচিত্রের সন্ধান
বিশ্বের প্রাচীনতম প্রাণী গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়। দেশটির সুলাওয়াসি দ্বীপের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের যে গুহায় এই চিত্রটি পাওয়া গেছে, সেটি আনুমানিক ৪৫ হাজার ৫০০ বছর আগে আঁকা হয়েছিল বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।
লেং তেডোঙ্গে নামের ওই গুহায় যে চিত্রটি পাওয়া গেছে তা সুলাওয়াসি শূকরের একটি পোট্রের্ট বা প্রতিকৃতি। একটি আখ্যান দৃশ্যের অংশ হিসেবে এটি এঁকেছিলেন চিত্রকর; রং হিসেবে ব্যবহার করেছিলেন গাঢ় মেটে রঞ্জক পদার্থ।
বিজ্ঞাপন
আবিষ্কৃত গুহাচিত্রটিকে ইন্দোনেশিয়া অঞ্চলে মানব বসতি স্থাপনের সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসেবে উল্লেখ করে সাইন্স অ্যাডভান্স বিজ্ঞান সাময়িকীর সহ সম্পাদক ম্যাক্সিম অবার্ট বলেন, ‘এই চিত্রটি প্রমাণ করছে, যারা এটি এঁকেছিলেন তারা আমাদের মতোই সম্পূর্ণ আধুনিক মানুষ (হোমো স্যাপিয়েন্স) ছিলেন এবং এ রকম একটি চিত্র আঁকতে যা যা উপকরণ প্রয়োজন, তার সবই ছিল তাদের কাছে।’
বস্তুর বয়স নির্ণয়ে বিশেষজ্ঞ ওবার্ট ওই গুহাচিত্রের ওপর ক্যালসাইটের মজুদ খুঁজে পান; ইউরেনিয়াম-সিরিজ আইসোটোপ ডেটিং পরীক্ষায় দেখা যায় ক্যালসাইটের ওই মজুদের বয়স ৪৫ হাজার ৫০০ বছর।
বিজ্ঞাপন
ওবার্ট জানান, আপাতত ক্যালসাইট মজুদের বয়স থেকে গুহাচিত্রটির সময় নির্ণয় করা হলেও এই চিত্রটি আরো পুরনো হওয়ার সম্ভাবনা বেশি।
তিনি বলেন, ‘এটা আরও পুরনো হতে পারে। কেননা, আমরা কেবল ছবিটির ওপরে জমা ক্যালসাইটের সময়টি বের করেছি।’
সায়েন্স অ্যাডভান্স জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ ইঞ্চি দীর্ঘ এবং ২১ ইঞ্চি প্রস্থের ছবিটিতে শূকরের মুখে যে শিং আকৃতির পিণ্ড দেখা যাচ্ছে তা ওই প্রজাতিটির পূর্ণ বয়স্ক পুরুষেরই বৈশিষ্ট্য।
শূকরটির পেছনের অংশের ওপরের দিকে দুটি হাতের ছাপও পাওয়া গেছে। শূকরটি অন্য দুই শূকরের দিকে মুখ করে আছে বলে মনে হচ্ছে, গুহাচিত্রে যাদের অংশবিশেষই সংরক্ষিত আছে।
সাইন্স অ্যাডভান্স বিজ্ঞান সাময়িকীর অপর সহ সম্পাদক অ্যাডাম ব্রুম বলেছেন, ‘ চিত্রটি দেখে মনে হচ্ছে শূকরটি অন্য দুই শূকরের লড়াই বা সামাজিক মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করছিল।’
ইন্দোনেশিয়ায় পাওয়া এই গুহাচিত্রে এখন পর্যন্ত কোনো প্রাণী বা চরিত্রের সবচেয়ে প্রাচীন ছবি মিললেও এটিই মানুষের আঁকা সবচেয়ে পুরনো ছবি নয়।
দক্ষিণ আফ্রিকায় হ্যাশট্যাগের মতো দেখতে একটি ডুডল বানানো হয়েছিল প্রায় ৭৩ হাজার বছর আগে; সেটিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো আঁকা ছবি।
সূত্র: বিবিসি।
এসএমডব্লিউ