ব্রাজিলের হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকট
অক্সিজেনের মজুত এবং প্রয়োজনীয় লোকবলের অভাবে ব্রাজিলের আমাজন রাজ্যের মানাউস শহরের হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় চরম বিশৃঙ্খলতা দেখা দিয়েছে।
ব্রাজিলের যে কয়েকটি এলাকায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার সবচেয়ে বেশি, আমাজনের মানাউস শহরটি সেগুলোর অন্যতম।
বিজ্ঞাপন
উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে দেশের সরকারকে সতর্ক করে আমাজনের স্বাস্থ্যকর্মকর্তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে বহু মানুষ মারা যাবে।
ব্রাজিলের এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাাখ ৫ হাজার মানুষ, যা একক দেশ হিসেবে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
মহামারির শুরু থেকেই দেশটির আমাজন রাজ্যে সংক্রমণ ও মৃত্যুহার অনেক বেশি ছিল; বর্তমানেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
ফিওক্রুজ-আমাজোনিয়া সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের গবেষক জেসাম ওরেলেনা এএফপিকে বলেন, মানাউসের কিছু হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে গেছে, ফলে ওই হাসপাতালগুলোতে ভর্তি থাকা অনেক রোগীদের দমবন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে।
ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোকে এই গবেষক জানান, হাসপাতালগুলোর এই ভয়াবহ পরিস্থির তথ্য ইতোমধ্যে তার কাছে পৌঁছেছে।
ব্রাজিলের ফোলহা ডি সাও পাওলো পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্সিজেন সংকট চলার কারণে হাসপাতালগুলোর চিকিৎসা কর্মীরা গুরুতর অসুস্থ রোগীদের বাঁচাতে ম্যানুয়েল ভেন্টিলেশন ব্যবহার করছেন।
মানাউসের এক নারী চিকিৎসাকর্মী সাহায্যের আবেদন জানিয়ে ইন্টারনেটে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমরা ভয়াবহ অবস্থায় রয়েছি। হাসপাতালের অক্সিজেনের মজুদ শেষ হয়ে গেছে।’
‘প্রচুর মানুষ মারা যাচ্ছে। যদি কারো কাছে অক্সিজেনের সিলিন্ডার থেকে থাকে, অনুরোধ করছি- হাসপাতালে নিয়ে আসুন। এখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে।’
আমাজনের গভর্নর উইলসন লিমা বলেন, ব্রাজিলের এই রাজ্যে বর্তমানে মহামারির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সারারাত কারফিউ জারির নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে এই আদেশ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।
আমাজন রাজ্যের স্বাস্থ্য সচিব মার্সেলাস ক্যাম্পেলো জানিয়েছেন, সংক্রমণের উচ্চহারের প্রেক্ষিতে গোটা রাজ্যেই অক্সিজেনের সংকট চলছে। এই মূহুর্তে এ রাজ্যের হাসপাতালগুলোতে যে পরিমান অক্সিজেনের মজুদ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা অন্তত তিনগুন বাড়ানো প্রয়োজন।
তবে সংকট উত্তরণে দেশটির ইতোমধ্যে কাজ শুরু করেছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিমানবাহিনী। দেশটির ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে- ব্রাজিলের বিমানবাহিনীর সদস্যরা নিজেদের হেলিকপ্টার ও উড়োজাহাজে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, ওষুধসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ নিয়ে আমাজন রাজ্যের পথে রওনা হয়েছেন।
সূত্র: বিবিসি।
এসএমডব্লিউ