জার্মানির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কচ ইনস্টিটিউটের (আরকেআই) দেওয়া শুক্রবারের হিসাব অনুযায়ী, দেশটির বিশ লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়ে প্রায় ৪৫ হাজারের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি ছাড়াও করোনার নতুন ধরনের বিস্তার নিয়ে শঙ্কা বাড়ার পরিপ্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন, দ্রুত কঠোর পদক্ষেপ নিতে চাচ্ছেন তিনি। 

আগামী ২৫ জানুয়ারি এ নিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে মেরকেলের বৈঠক হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।   

মহামারি ভাইরাসটির সংক্রমণের বিস্তার বৃদ্ধির মুখে কঠোর বিধিনিষেধ আরোপের জন্য আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন মেরকেল। আগামী ২৫ জানুয়ারি বৈঠক হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।   

জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে শুক্রবার রাইনলান্ড-পালাটিনেট রাজ্যের প্রধানমন্ত্রী মালু ড্রেয়ার বলেন, আগামী সপ্তাহের মধ্যে এ আলোচনার ব্যাপারে আশাবাদী তিনি। সম্ভবত আগামী মঙ্গলবার বৈঠক হবে। 

জার্মানিতে মোট আক্রান্ত এখন ২০ লাখ ৯৫৮ জন। দেশটিতে করোনায় মোট ৪৪ হাজার ৯৯৪ জনের প্রাণহানি হয়েছে। 

গতদিনে জার্মানিতে নতুন করে ২২ হাজার ৩৬৮ জনের সংক্রমণ শনাক্তের পর দেশটির মোট কোভিড-১৯ রোগী এখন বিশ লাখ ৯৫৮ জন। আরও এক হাজার ১১৩ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি ৪৪ হাজার ৯৯৪। 

আট লাখ ত্রিশ কোটি জনসংখ্যার দেশ জার্মানি অবশ্য মহামারি করোনার প্রাদুর্ভাব শুরুর সময় ইউরোপের প্রতিবেশী দেশগুলোর চেয়ে ভালোভাবেই ভাইরাসটির প্রকোপ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। 

কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আক্রান্তের দ্রুত ও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। গত ডিসেম্বরের মাঝামাঝি তো দেশটিতে করোনায় মৃত্যুর মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গিয়েছিল।  

এএস