ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স অ্যাজার পদত্যাগ করেছেন। গত ১২ জানুয়ারি তিনি হোয়াইট হাউসে পদত্যাগপত্র জমা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে দাঙ্গার ঘটনার প্রতিবাদ হিসেবে অ্যাজার পদত্যাগ করেছেন উল্লেখ করে সিএনএন জানিয়েছে, পদত্যাগ পত্রে তিনি লিখেছেন- ট্রাম্পের ক্রিয়াকলাপ এবং বক্তব্য দেশের প্রশাসনকে কলঙ্কিত করেছে।
বিজ্ঞাপন
ট্রাম্প শাসনের চার বছরকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সহায়তা(এইচএইচএস) মন্ত্রণালয়ের সেরা সময় বলে উল্লেখ করেছেন অ্যালেক্স; পাশাপাশি এও উল্লেখ করেছেন নিজের সমর্থকদের ক্যাপিটল হিলে দাঙ্গার প্ররোচনা দিয়ে গত চার বছরে স্বাস্থ্যখাতসহ অন্যান্য প্রশাসনিক সরকারের সাফল্যে কালিমা লেপন করেছেন ট্রাম্প।
গত ১২ জানুয়ারি প্রেসিডেন্টের কার্যালয়ে জমা দেয়া ওই চিঠিতে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, নির্বাচনের পর থেকেই আপনার কার্যকলাপ এবং কথাবার্তায়..বিশেষ করে গতসপ্তাহে ক্যাপিটল হিলে যা হলো- তাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও সরকারি প্রশাসনের ঐতিহাসিক অর্জনকে কলঙ্কিত করেছে।’
বিজ্ঞাপন
‘ ক্যাপিটলে হামলার মধ্যে দিয়ে গোটা বিশ্বের সামনে আমাদের গণতন্ত্র এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্যকে চুড়ান্ত অপমান করা হয়েছে।’
‘আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন। এ বিষয়টিকে উপলক্ষ্য করে আপানার সমর্থকদের কোনও প্রকার উস্কানি না দিতে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সবাই চাই, ওই দিন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হোক।’
বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে মারা গেছেন ৩ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ, আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে দু’ কোটি ৩০ লাখেরও বেশি।
যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, মহামারির বিষয়ে দেশের জনগণকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে সরকার। এছাড়াও করোনা টেস্ট এবং টিকাদান কর্মসূচিও সরকার অনেক দেরিতে শুরু করেছে বলে মত অধিকাংশ বিশেষজ্ঞের।
তবে গতবছর যখন যুক্তরাষ্ট্রে এই বৈশ্বিক মহামারি দেখা দিল, ট্রাম্প তখন বারবারই বলেছেন – এই ভাইরাস ‘এমনিতেই’ হারিয়ে যাবে। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যপারেও শিথিলতা দেখিয়েছে ট্রাম্প প্রশাসন।
তবে পদত্যাগপত্রে অ্যাজার বলেছেন, প্রশাসন যদি তৎপর না হতো তাহলে মৃত্যুসংখ্যা আরো অনেক বেশি হতো।
তিনি বলেন, ‘মহামারির কারণে আমরা যাদের হারিয়েছি, তাদের জন্য শোক আমাদের হৃদয়ে গুমরে উঠছে- এটা যেমন সত্য, তেমনি এ ও সত্য যে প্রশাসন যদি তৎপর না হতো তাহলে এই সংখ্যা আরো অনেক বেশি হতো।
’যুক্তরাষ্ট্রে মহামারি প্রতিরোধে ঘোষিত কর্মপরিকল্পনা ‘অপারেশন র্যাপ স্পিড’ কাঙ্খিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মপরিকল্পনার আওতায় ইতোমধ্যে দেশের ১ কোটি ৬ লাখ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
‘আজ আমাদের হাতে দু’টি নিরাপদ টিকা আছে, স্বল্প সময়ের মধ্যে আরো টিকা আসবে। আমরা যেমনটি ভেবেছিলাম, তারচেয়ে অনেক কম সময়ের মধ্যে এই মহামারি মোকাবিলার অস্ত্র আমাদের হাতে পৌঁছেছে।’
গত ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় অ্যালেক্স অ্যাজারের আগে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্র সরকারের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা পদত্যাগ করেছেন। এ তালিকায় রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ এবং ট্রাম্পের সাবেক প্রেস সচিব স্টেফানি গ্রিসহাম,হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস এবং মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটির শাদ ওলফসহ আরো অনেকে।
এসএমডব্লিউ