করোনার টিকা নিচ্ছেন মানিশ কুমার/ ছবি: সংগৃহীত

করোনাভাইরাস রোধে ভারতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে প্রথম টিকা গ্রহণকারীর তালিকায় নাম লিখিয়েছেন এক স্যানিটেশন কর্মী। তার নাম- মানিশ কুমার। 

শনিবার (১৬ জানুয়ারি) সকালে ভারতজুড়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে তিনি প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নিয়েছেন।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) কেন্দ্র থেকে তিনি টিকা গ্রহণ করেন। তিনি টিকা নেওয়ার পর হাততালি দিয়ে শুভেচ্ছা জানান সেখানে উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

ভ্যাকসিন নিয়ে মানিশ কুমার বলেন, করোনার কারণে এতদিন আমি দুশ্চিন্তায় ছিলাম। ভ্যাকসিন নেওয়ার পর এখন সে দুশ্চিন্তা কেটে গেছে। দুশ্চিন্তা ছাড়াই এখন আমি আমার কাজ করে যাব।

দেশটির সব রাজ্য মিলিয়ে তিন হাজার ছয়টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। ভারতে এ কর্মসূচির প্রথম দিনেই তিন লাখ ৬০০ জনের দেহে করোনার টিকা পুশ করবে বলে লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

বেলা ১১টায় শুরু হয়ে প্রথম দিনের টিকাদান কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রথমদিনের জন্য তালিকাভুক্ত সবাইকে টিকা নিতে অনুরোধ করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটি দুটি টিকার অনুমোদন দিয়েছে। একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’। দ্বিতীয়টি ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’।

এদিকে, সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করে বলেন, ‘এত অল্প সময়ে আমরা দুটি টিকা পেয়েছি। এটা আমাদের বিজ্ঞানীদের মেধা ও দক্ষতার প্রমাণ।’

ভারতের ইতিহাসে এর আগে এত বড় টিকাদান কর্মসূচি আর কখনও শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, ‘মানবিক উদ্বেগের কথা ভেবেই আমাদের কর্মসূচি শুরু হলো। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষজন টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।’

দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, ‘সবদিক বিবেচনা করে নিশ্চিত হওয়ার পরে ভারতের তৈরি দুটি টিকার অনুমোদন দিয়েছেন বিজ্ঞানীরা। গুজব ও অপপ্রচারের কান দেবেন না।’

এফআর