টিকা নেওয়ার পর উত্তরপ্রদেশে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে করোনা টিকা নেওয়ার পর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মহীপাল সিং নামের ওই ব্যাক্তি গত শনিবার করোনা টিকা নিয়েছিলেন; বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্টে ভুগে রোববার সন্ধ্যায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
তবে উত্তরপ্রদেশ রাজ্যের মুরাদাবাদ জেলার প্রধান স্বাস্থ্য এম সি গার্গ কর্মকর্তা বলেছেন, এই মৃত্যুর সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
মুরাদাবাদের একটি সরকারি হাসপাতালে ওয়ার্ডবয়ের কাজ করতেন ৪৬ বছর বয়সী মহীপাল। তার মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এম সি গার্গ বলেন, ‘শনিবার দুপুরের দিকে তাকে টিকা দেয়া হয়েছিল। এরপর রোববার থেকে শ্বাসকষ্ট ও বুকে চাপ অনুভব করছিলেন তিনি। হাসপাতালে আনার পর সেদিন সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়।’
‘মহীপালের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমাদের যতদূর ধারণা- টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মৃত্যুর হয় নি; কারণ- যেদিন টিকা নিয়েছিলেন, সেই শনিবার রাতে হাসপাতালে নাইট ডিউটিও করেছিলেন তিনি, কোনো সমস্যা তখন তার মধ্যে দেখা যায়নি।’
বিজ্ঞাপন
মহীপাল সিংয়ের বড় ছেলে বিশাল সাংবাদিকদের জানিয়েছেন, টিকা নেওয়ার আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মহীপাল; টিকা নেয়ার পর সেই অসুস্থতা অনেক বেড়ে যায়।
বিশাল বলেন,‘ টিকা নেয়ার দু’দিন আগে থেকেই ঠান্ডাজনিত সর্দিকাশিতে ভুগছিলেন বাবা। শনিবার দুপুর দেড়টায় টিকা নেওয়ার পর বাবাকে আমি বাড়ি নিয়ে আসি। বাড়ি ফেরার পর থেকেই তার অসুস্থতা বেড়ে যায়, প্রবল শ্বাসকষ্ট ও বুকে চাপ অনুভব করছিলেন। অবস্থা খারাপ হতে থাকলে বিকেলের আগেই তাকে হাসপাতালে ভর্তি করি আমরা। এরপর সন্ধ্যায় তিনি মারা যান।’
এদিকে মহীপালের ময়নাতদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। বিবৃতিতে তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন মহীপাল। এ রোগের কারণে ‘ফুসফুস ও হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ’ হয়ে মৃত্যু হয়েছে তার।
বিবৃতিতে উত্তরপ্রদেশ রাজ্যসরকারের পক্ষ থেকে আরো বলা হয়, শনিবার টিকাদান কর্মসূচির প্রথম দিনে রাজ্যের ২২ হাজার ৬৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে। জানুয়ারির ২২ তারিখে কর্মসূচির দ্বিতীয় দিন শুরু হবে।
ভারতে টিকাদান কর্মসূচী শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি। বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে দেশটির এই কর্মসূচিকে বিশ্বের বৃহত্তম গণটিকাদান কর্মসূচি হিসেবে উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ