কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিতে ক্যালিফোর্নিয়ার নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করেছেন কমলা হ্যারিস।

সোমবার (১৯ জানুয়ারি) একটি খোলা চিঠিতে হ্যারিস লিখেছিলেন, "সিনেটর হিসেবে আপনাদের জন্য কাজ করা সম্মানের বিষয়।"

চিঠিতে তিনি আরও বলেন, সিনেট ছাড়ছি বলে এটা বিদায় নয়, নতুন শুরু। আজ যেমন আমি সিনেট থেকে পদত্যাগ করছি, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন কমলা হ্যারিসও। আর এ জন্য বর্তমান সিনেটের পদ ছাড়লেন তিনি।

হ্যারিসের পরিবর্তে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজম ক্যালিফোর্নিয়ার স্টেট সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তবে কবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তা এখনও জানা যায়নি। প্যাডিলা ক্যালিফোর্নিয়ার প্রথম লাতিন বংশোদ্ভূত সিনেটর হবেন।

২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কমলা। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময় হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

গত চার বছরে তার সাফল্য পর্যালোচনা করতে গিয়ে হ্যারিস ট্রাম্পের অধীনে আমেরিকানদের অশান্তি লক্ষ্য করেছেন বলে জানান। তবে তিনি উন্নত ভবিষ্যতের আশা প্রকাশ করেছেন।

১৯৬৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন কমলা হ্যারিসের জন্ম। বাবা জ্যামাইকান ও মা ভারতীয়। ১৯৯০ সালে ওকল্যান্ডের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যাত্রা শুরু হয় তার।

২০১০ সালে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে জয়ী হন কমলা। পরে ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচিত হয়ে পা রাখেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে। এরই অংশ হিসেবে ২০১৯ সালেই মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন কমলা। এমনকি লড়াইয়ের শুরুর দিকেও একের পর এক বক্তব্যে সবার নজরেও আসেন তিনি।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

এমএইচএস