ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হিলে প্রাণঘাতী হামলার দিন কয়েক পর মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিদায়ী ভাষণে জনগণকে সহিংসতার আশ্রয় না নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটা কখনোই বৈধতা পাবে না।’

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগে ফার্স্ট লেডির সরকারি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় বিগত চার বছর সময়কালকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে অভিহিত করেছেন তিনি।

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে শেষ বার্তায় মেলানিয়া বলেন, ‘আপনি যা করছেন তার সবকিছুতে দৃঢ়প্রতয়ী হোন কিন্তু সর্বদা মনে রাখবেন, জবাবটা যেন সহিংস না হয় এবং এই সহিংসতাকে কখনোই বৈধতা দেওয়া হবে না।’

মহামারিতে বিপর্যস্ত আমেরিকানদের জন্য উদ্বেগ জানিয়ে দেশে লাখ লাখ টিকা সরবরাহের কথা উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় নেটিজেনদেরকে সতর্ক হওয়ার ও সাধারণ বোধবুদ্ধি ব্যবহারের আহ্বান জানান মেলানিয়া। 

করোনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি শোক জানিয়ে তিনি মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে কাজে যুক্ত সকল নার্স, চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী, কারখানা শ্রমিক ও ট্রাক চালকসহ অন্যান্যদের ধন্যবাদ জানান। 

এখনো নির্বাচনে হার স্বীকার না করা ট্রাম্প আগেই বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না থাকার ঘোষণা দিয়ে রেখেছেন। তাই এবার প্রথা অনুযায়ী হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির উপস্থিতি থাকছে না। 

হোয়াইট হাউস ছাড়ার আগে মেলানিয়াকে পরামর্শ দিচ্ছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

একদিন আগে প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের নতুন একটি জরিপে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়ে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। 

২০১৬ সালের এক জরিপের তুলনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অপছন্দ করেন ৪৭ শতাংশ বেশি মানুষ। ২০১৭ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় মিশেল ওবামার জনপ্রিয়তা ছিল ৬৯ শতাংশ।

এএস