ফিলিস্তিনিদের ভ্যাকসিন দিচ্ছে রাশিয়া
রাশিয়ার বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ এর প্রথম চালান ফিলিস্তিনে যাচ্ছে। মঙ্গলবার এই ভ্যাকসিনের প্রথম ৫ হাজার ইউনিট ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হবে বলে জানিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন, জর্ডান হয়ে অধিকৃত পশ্চিম তীরে রাশিয়ার পাঠানো ভ্যাকসিন মঙ্গলবার পৌঁছাবে। ভ্যাকসিনের এই আমদানি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ফিলিস্তিনের স্থানীয় সংবাদসংস্থা মান বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক কল্যাণ মন্ত্রী হুসেইন আল-শেইখ বর্তমানে সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। মঙ্গলবার তিনি ভ্যাকসিন নিয়ে অধিকৃত পশ্চিম তীরের অ্যালেনবি স্থল সীমান্ত দিয়ে ফিলিস্তিনে প্রবেশ করবেন।
এর আগে, গত ডিসেম্বরে ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ এর ৪০ লাখ ডোজ কেনার একটি চুক্তি স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা নিজেদের নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চলে রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেন।
ইসরায়েলে করোনাভাইরাসের টিকাদান শুরু হলেও পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ৪৫ লাখের বেশি ফিলিস্তিনি এই কর্মসূচির বাইরে থাকায় সমালোচনার মুখে রয়েছে দেশটির সরকার। সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী, অধিকৃত ভূখণ্ডের বাসিন্দাদের মৌলিক অধিকারে সাড়া দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।
আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, নিজেদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের ভ্যাকসিন, চিকিৎসা ও অন্যান্য সেবা প্রাপ্তি নিশ্চিতে ইসরায়েলের বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত দেশটির ২০ শতাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা প্রয়োগ করেছে। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতির বাসিন্দারাও রয়েছেন।
সূত্র: এএফপি।
এসএস