‘প্যাট্রিয়টিক পার্টি’ নামে দল গঠনের চিন্তা ট্রাম্পের
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর নতুন একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা-ভাবনা শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
রিপাবলিকানদলীয় যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছাড়ার কয়েক ঘণ্টা আগে তার জ্যেষ্ঠ এক উপদেষ্টার বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন খবর জানানো হলো।
বিজ্ঞাপন
ওই উপদেষ্টা প্রথমে এমন খবর জানিয়ে ট্রাম্পের নতুন রাজনৈতিক দলের নাম ‘প্যাট্রিয়টিক পার্টি’ হতে পারে বলে নিশ্চিত করলেও এর কিছুক্ষণ পরেই অবশ্য তিনি এটাকে অতটা গুরুত্বের সঙ্গে না নেওয়ার কথা জানান।
হোয়াইট হাউসের আরেক উপদেষ্টা অবশ্য ট্রাম্পের এই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প নিজেও অবশ্য এ নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার আত্মীয়-স্বজনের সঙ্গে এ নিয়ে আলোচনা করলেও নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তা এখন অস্পষ্ট।
বিদায়ী ভাষণে ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি তার আন্দোলেন তিনি চালিয়ে যাবেন। সবশেষ প্রকাশিত এক জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের মতো এত কম জনসমর্থন নিয়ে এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বিদায় নেননি।
যুক্তরাষ্ট্রের মূলধারার দুটি দল হলো রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি। ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট। তবে তিনি তার বেশ কয়েকজন উত্তরসূরির মতো দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেননি।
গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট বাইডেনের কাছে হার তিনি কখনোই স্বীকার করেননি। বিদায়ী ভাষণে একবারের জন্যও উচ্চারণ করেননি ২০ জানুয়ারি দুপুরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া বাইডেনের নাম।
প্রথা ভেঙ্গে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতেও থাকবেন না বলে আগেই জানিয়েছেন। তাইতো বুধবার দুপুরে যখন বাইডেন ক্যাপিটল হিলে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তার আগেই সকালে হোয়াইট ছাড়বেন ট্রাম্প।
ট্রাম্পের উসকানিতে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা ও তাতে পাঁচজনের প্রাণহানির পর বাইডেনের অভিষেক উপলক্ষে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।
এএস