ব্রিটেনে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন বিশ্বের অন্তত ৬০ দেশে পৌঁছে গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ৫০।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু ছাড়িয়েছে ২০ লাখেরও বেশি; টিকা ব্যাপকভাবে সহজলভ্য হয়ে ওঠার আগপর্যন্ত যেসব দেশ সংক্রমণের হার কমাতে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে, বর্তমান পরিস্থিতিতে প্রচলিত করোনাভাইরাসের তুলনায় দ্রুততর হারে ছড়িয়ে পড়তে সক্ষম এই নতুন ধরনটি নিয়ে উদ্বিগ্ন রয়েছে তারা।  

ব্রিটেনের ধরনটির মতই উচ্চ সংক্রমণ ক্ষমতা রয়েছে সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির। এ পর্যন্ত ২৩দেশে এ ধরনটির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর মূল কার্যালয় থেকে দেওয়া এক সাপ্তাহিক বার্তায় আরও বলা হয়, গত এক সপ্তাহে পুরো বিশ্বে করোনায় মারা গেছেন প্রায় ৯৩ হাজার মানুষ এবং এ রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ লাখ। 

ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে শুরু হওয়া টিকাদান কর্মসূচি এই মহামারি থেকে মুক্তির খানিকটা সম্ভাবনা তৈরি করেছে। আগামী আগস্টের মধ্যে ইউরোপের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনা হবে বলে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ আশাবাদ প্রকাশ করলেও ইইউভূক্ত অনেকগুলো দেশ, ভারত ও রাশিয়ায় বিভিন্ন সমস্যার কারণে টিকাদান কর্মসূচি ধীর গতিতে চলছে বলেও সাপ্তাহিব বার্তায় জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বরাবরের মতো এখনো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার তার দায়িত্বগ্রহণের দিন যে অনুষ্ঠানের আয়োজন করা হবে তাতে করোনার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা সবাই মেনে চলবেন বলে আশা করেন তিনি।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ