বাইডেনকে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান রুহানির
যুক্তরাষ্ট্রের সময় বুধবার দুপুরে অভিষেক ঘটতে যাওয়া দেশটির ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
জো বাইডেনের অভিষেকের আগ মুহূর্তে হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে আবারও পরমাণু চুক্তিতে ফেরানো ছাড়াও ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
টিভিতে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ওয়াশিংটন যদি ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তিতে ফিরে আসে তাহলে চুক্তি অনুযায়ী আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো।’
ইরানের প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ‘আজ (বুধবার) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের অবসান ঘটবে এবং ইরানের ওপর তার সর্বোচ্চ বলপ্রয়োগের নীতিও সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৫ সালে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট তখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জার্মানি, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইইউজোট ইরানের সঙ্গে পারমাণবিক এই চুক্তি স্বাক্ষরিত হয়। তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন।
তবে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ২০১৮ সালে ইরানের সঙ্গে করা ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ছাড়াও আরও নিষেধাজ্ঞা দেন।
এএস