দরিদ্র দেশগুলোতে করোনা টিকা বিতরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকল্প কোভ্যাক্সে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ডব্লিউএইচওকে এই তথ্য জানিয়েছেন বাইডেনের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি।  

বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডকে এ বিষয়ে ফাউসি বলেন, ‘ কোভ্যাক্স প্রকল্পে যুক্ততার পাশাপাশি এই রোগের লক্ষণ ও চিকিৎসা বিষয়ক গবেষণা, টিকা প্রস্তুত এবং তার ন্যায়সঙ্গত বিতরণে বহুপাক্ষিক সহযোগীতার গুরুত্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভালোভাবেই অবগত আছেন। আজ কালের মধ্যেই এ বিষয়ে ডব্লিউএইচও বরাবর একটি নির্দেশনামূলক চিঠি দেবেন তিনি।’

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচওর সদরদফতর সুইজার‌ল্যান্ডের জেনেভায়। ১৯৪৮ সালে এতে যোগ দেওয়ার পর থেকে সংস্থাটির সবচেয়ে বড় দাতা দেশ ছিল যুক্তরাষ্ট্র; কিন্তু গতবছর বিশ্বব্যাপী কোভিড মহামারি দেখা দেওয়ার পর ডব্লিউএইচওর ওপর প্রচন্ড ক্ষুব্ধ হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মহামারি প্রতিহত করতে প্রাথমিক দায়িত্ব পালনে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পাশাপাশি বিশ্বজুড়ে এই মহামারি ছড়িয়ে দিতে চীনের ‘ষড়যন্ত্রে’ ডব্লিউএইচওর যোগসাজশ আছে বলে খোলাখুলিভাবে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। সংস্থাটিতে যুক্তরাজ্যের আর্থিক সহযোগিতা বন্ধ করে দেন তিনি।

আর্থিক সহযোগিতা বন্ধের কারণ হিসেবে তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘চীন যেখানে প্রতিবছর মাত্র ৪ কোটি ডলার চাঁদা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিজেদের আধিপত্য রাখতে পারে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিবছর ৪৫ কোটি ডলার দেয়ার কোনো প্রয়োজন নেই।’

অ্যান্থনি ফাউসি অবশ্য ডব্লিউএইচওর পরিচালনা পর্ষদকে জানিয়েছেন, ট্রাম্পের সে সব আদেশ ইতোমধ্যে বাতিল করেছেন বাইডেন।

সূত্র: আলজাজিরা

এসএমডব্লিউ