দেশের সরকার কোভিড মহামারি প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ- অভিযোগ তুলে রাজধানী উলানবাটোরে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধামন্ত্রী খুরেলসুখ উখনা।

বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে মঙ্গোলিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা মন্টসামে।

পদত্যাগপত্র জমা দিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘মহামারি প্রতিহত করতে সরকার সফল নয় বলে জনগণ যে অভিযোগ করছেন, তা মেনে নিয়ে এবং সরকারপ্রধান হিসেবে এর দায় স্বীকার করে আমি এই পদ থেকে অব্যাহতি চাইছি। আশা করি পার্লামেন্টের সদস্যরা আমার পদত্যাগ অনুমোদন করবেন।’

করোনায় আক্রান্ত এক নারী এবং তার সদ্যজাত শিশুর সঙ্গে দেশের এক হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক ব্যবহার বিষয়ক একটি ভিডিও ফুটেজ মঙ্গলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিক্ষোভ শুরু হয় উলানবাটোরে।

ভিডিও ফুটেজে দেখা যায়, অসুস্থ ও নারীকে জোর করে টেনে হিঁচড়ে জাতীয় কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।

বিক্ষোভকারীরা প্রথমে দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানালেও একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মঙ্গোলিয়ার নড়বড়ে আর্থিক অবস্থা এবং ক্রমবর্ধমান বেকারত্বের ফলে জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলন।

এছাড়া মহামারির শুরুর প্রথম দিকে দেশটিতে সংক্রমণ কম হলেও সম্প্রতি গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করেই তা বেড়ে গেছে মঙ্গোলিয়ায়।

বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীও পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছে মন্টসামে।

৩০ লাখ মানুষের দেশ মঙ্গোলিয়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৮৪। এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি দেশটিতে।

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ