দেশের তৈরি করোনার টিকা দিয়ে ‘বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি’ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় শীর্ষ বিপর্যস্ত দেশ ভারত শুক্রবার একটি বড় মাইলফলক অতিক্রম করেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ছয় দিনে দেশের দশ লাখ ৫০ হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, দুই ডোজের এই টিকাদান কর্মসূচি চালু হওয়ার পর এখন পর্যন্ত অতিক্রান্ত সময়কালের মধ্যে ভারতে যতজন মানুষ টিকা নিয়েছেন এই সময়ে আর কোনো দেশে এত মানুষ টিকা নেয়নি।

তবে টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনই ভারত যে তিন লাখ মানুষকে টিকা দেওয়ার কথা বলেছিল সেই লক্ষ্য পূরণ না হওয়ার পর থেকে টিকা সুরক্ষা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আবারও দেশের মানুষকে আশ্বস্ত করেছে।  

টিকা দেওয়ার ক্ষেত্রে দশ লাখের মাইলফলক অতিক্রম করার খবর দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৩৭ হাজার ৫০ জন করোনার টিকা নিয়েছেন। উল্লেখ্য, দেশটি আগে স্বাস্থ্যকর্মীদের টিকা দিচ্ছে। 

গতদিন নতুন করে আরও ১৪ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত ও মহামারি রোগটিতে আরও ১৬৭ জনের মৃত্যুর খবর জানিয়ে প্রাদুর্ভাব শুরুর পর মোট ১৯ কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষার খবর জানিয়েছে মন্ত্রণালয়।   

ভারতে অনুমোদন পাওয়া সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাকসিন’ টিকা নিয়ে জনমনে সংশয়ের মধ্যে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হলো। 

অক্সফোর্ডের উদ্ভাবিত কোভিশিল্ড সব ধাপ পেরোলেও ভারত বায়োটেকের কোভ্যাকসিন এখনও তৃতীয় ধাপের ট্রায়ালে থাকায় স্বাস্থ্যকর্মীরা অবশ্য অনুরোধ করছেন, তাদেরকে যেন তাদের পছন্দমতো টিকা নিতে দেওয়া হয়। 

এএস