মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বেইজিং প্রতিনিধি গ্রেফতারের ঘটনাটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে অভিহিত করে এ বিষয়ে কাউকে নাক না গলানোর জন্য সতর্ক করেছে চীন। খবর বিবিসি অনলাইনের।  

এর আগেও নানান অভিযোগে বেশ কিছু সাংবাদিককে গ্রেফতার, বহিস্কার কিংবা দেশত্যাগে বাধ্য করে চীন। বেশিরভাগ মার্কিন গণমাধ্যমে কাজ করতেন।  

বিবিসি জানিয়েছে, চীনা নাগরিক ও ব্লুমবার্গের প্রতিনিধি হেজ ফ্যানকে গত সপ্তাহে আটক করা হয়। তার বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার মতো গুরুতর অভিযোগ এনেছে দেশটির সরকার। 

চীনে সাংবাদিক গ্রেফতার কিংবা বহিস্কারের সবশেষ ঘটনা এটি। এর আগেও নানান অভিযোগে বেশ কিছু সাংবাদিককে গ্রেফতার, বহিস্কার কিংবা দেশত্যাগে বাধ্য করে চীন। তাদের বেশিরভাগ মার্কিন গণমাধ্যমে কাজ করতেন।  

চীনে গ্রেফতার সাংবাদিকদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ইইউ।

নিজেদের কাছে যেসব সাংবাদিক গ্রেফতারের হিসাব আছে সেই হিসাবের বরাত দিয়ে আটক কিংবা গ্রেফতার এসব সাংবাদিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার দেয়া এক বিবৃতিতে ইইউ বলেছে, প্রয়োজনে চীনা কর্তৃপক্ষ হেজ ফ্যানকে চিকিৎসা সহায়তা, আইনজীবী নিয়োগ দেয়ার অধিকার ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি দেবে বলে প্রত্যাশা তাদের।   

চীনে বিদেশি সাংবাদিকদের সংগঠন দ্য ফরেন কারেসপন্ডেন্টস ক্লাব ইন চায়নাও (এফসিসিসি) এর সঙ্গে নিজেদের সংহতি জানিয়ে বলেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের চীনা প্রতিনিধিদের উপরই নির্ভরশীল। 

গ্রেফতার সাংবাদিক হেজ ফ্যান ব্লুমবার্গের আগে রয়টার্স, আল-জাজিরা, সিবিএস ও সিএনবিসির হয়ে কাজ করেছেন। 

ইইউতে চীনে দূতাবাসের পক্ষ থেকে রোববার এ প্রসঙ্গে বলা হয়েছে, হেজ ফ্যান এমন সব অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত; যা চীনের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরুপ। 

২০১৭ সাল থেকে ফ্যান ব্লুবার্গের বেইজিং প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও কাতারের আল-জাজিরা, কানাডার সিবিএস ও মার্কিন গণমাধ্যম সিএনবিসির হয়ে কাজ করেছেন। 

এএস