রাশিয়ায় বিক্ষোভ, বিরোধী নেতা নাভালনির স্ত্রীসহ আটক সহস্রাধিক
তীব্র শীত ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে দেশজুড়ে যে বিক্ষোভ হয়েছে; সেই বিক্ষোভ থেকে হাজারও মানুষকে আটক করা হয়েছে। শনিবারের এই বিক্ষোভ থেকে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিকেও আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
ভ্লাদিভোসটোকের এক ভিডিওতে দেখা যায়, মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস শীত উপেক্ষা করে খাবারোভস্কের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়; বিক্ষোভকারীরা ‘লজ্জা’ ‘লজ্জা’, ‘দস্যু’ বলে স্লোগান দেন।
বিজ্ঞাপন
তবে সবচেয়ে বড় বিক্ষোভ দেশটির রাজধানী মস্কোতে হয়েছে খবর দিয়ে রয়টার্স বলছে, রাজধানীতে ৪০ হাজারের বেশি মানুষ নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। এছাড়াও দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ দেখিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, বিশ্বের অন্যতম শীতল শহর সাইবেরিয়ার ইকুতস্কের পুলিশ এক বিক্ষোভকারীকে জাপটে ধরে ভ্যানে তুলছেন। এই শহরের বর্তমান তাপমাত্রা মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াস। ওভিডি-ইনফো নামের একটি পর্যবেক্ষক গ্রুপ বলছে, রাশিয়ায় শনিবার এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
মস্কোর পশিকিনসকায়া স্কয়ারে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ প্রতিবন্ধকতা বসিয়েছে। স্থানীয় সময় সকালের দিকে সেখানে বিক্ষোভ সমাবেশে সমবেত হন নাভালনির সমর্থকরা।
দেশটির বিরোধী নেতা ও সাবেক আইনজীবী নাভালনি অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে হত্যার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বিদেশ থেকে ফেরার পর রাশিয়ার এই নেতাকে আটক করা হয়।
করোনাভাইরাস মহামারি এবং তীব্র শীত উপেক্ষা করে নাভালনির সমর্থকরা তার মুক্তির দাবিতে ক্রেমলিনবিরোধী বিক্ষোভ সফল করার ডাক দিয়েছেন। আর্থিক কেলেঙ্কারির দায়ে একটি মামলায় ২০১৪ সালে মস্কোর আদালত নাভালনিকে কারাদণ্ড দেন। জার্মানিতে অবস্থানের সময় রাশিয়ার এই নেতা জামিনের শর্ত ভেঙেছেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
কে এই নাভালনি?
দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী হিসেবে অত্যন্ত পরিচিত রাজনীতিক নাভালনি। ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অর্থ আত্মসাতের দায়ে দেশটির বিরোধী এই নেতাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার বিরোধী এই নেতার লাখ লাখ অনুসারী রয়েছেন। চলতি বছর সাইবেরিয়ার স্থানীয় পরিষদ নির্বাচনে নাভালনির কয়েকজন সমর্থক নির্বাচিত হয়েছেন।
গত বছরের আগস্টে বিষাক্ত নার্ভ অ্যাজেন্ট হামলায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন তিনি। এই হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন তিনি। যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: আলজাজিরা, বিবিসি।
এসএস