যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে ৫ লাখ ডোজ করোনা টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। শিগগিরই এই টিকা দেশটিতে পৌঁছে দেওয়া হবে বলে মঙ্গলবার (২৬ জানুয়ারি) জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এর আগে বাংলাদেশ ও নেপালকেও উপহার হিসেবে করোনার টিকা উপহার দিয়েছিল দেশটি।

ভারতে আফগানিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাহির কাদিরি সোমবার (২৫ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করে টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ‘চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্বের প্রতীক হিসেবে ভারত খুব শিগগিরই কাবুলে পাঁচ লাখ ডোজ করোনা টিকা পাঠাবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে আফগান নাগরিকদের জন্য দেশটির সরকারের জরুরি চিকিৎসাসেবা প্রদানের কাজ আরও গতি পাবে। আমরা আমাদের মিত্রদের কাছে কৃতজ্ঞ।’

নিজেদের দেশে তৈরি এই টিকা ভারত এখন পর্যন্ত বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ, নেপাল ও মিয়ানমারে উপহার হিসেবে পাঠিয়েছে।

এখন এর পাশাপাশি আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশকে ভারত এই টিকা দেবে বলে ঘোষণা করেছে।

এদিকে ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বশির নরমাল বলেছেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদেরকে আগে করোনা টিকা দেওয়া হবে।

আফগানিস্তানে এখন পর্যন্ত ৫৪ হাজার ৭৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও চার জনসহ এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ২ হাজার ৩৮৯ জন।

বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি করা অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার চালান ইতোমধ্যে প্রতিবেশি বিভিন্ন দেশে পৌঁছে গেছে। উপহার হিসেবে এ দেশগুলোকে বিনামূল্যে এই টিকাগুলো দিয়েছে ভারত সরকার।

দক্ষিণ এশিয়ার এ দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের বাঁধন দৃঢ় করা এবং দেশগুলোর ওষুধের বাজারে ভারতীয় ওষুধ কোম্পনিগুলোর বাধাহীন প্রবেশ নিশ্চিত করতেই ভারত সরকার টিকার ডোজ উপহার পাঠাচ্ছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

ভারতের সরকারি সূত্র এর আগে জানিয়েছিল, প্রতিবেশী দেশগুলোকে প্রাথমিকভাবে উপহার হিসেবে ১২ থেকে ২০ মিলিয়ন ডোজ টিকা পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের; পাশাপাশি এই দেশগুলোর স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ অন্যান্য বিভিন্ন সুবিধা দেয়ার পরিকল্পনাও রয়েছে।

ভারতের সাবেক কূটনীতিক রাজীব ভাটিয়া এ বিষয়ে গত সপ্তাহে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে টিকা উপহার আসলে ভারত সরকারের ‘প্রতিবেশী প্রথম’ নীতিরই প্রতিফলন। এছাড়া বিজ্ঞানে ভারতের যে সাম্প্রতিক অগ্রগতি, বিশ্বের সামনে তা জানান দেওয়ার তাগিদও রয়েছে এ পরিকল্পনার পেছনে।’

সূত্র: এনডিটিভি

টিএম