গুজবে বিরক্ত বিল গেটস বললেন, মানুষ কি আসলেই বিশ্বাস করেছে?
করোনাভাইরাস মহামারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নিয়ে মানুষের ছড়ানো নানা ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্বের’ ব্যাপারে মুখ খুলেছেন বহুজাতিক কোম্পানি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বলেছেন, করোনাভাইরাস মহামারির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে যে ধরনের ‘উন্মত্ত ও অশুভ’ ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে; তাতে তিনি অবাক হয়েছেন। এই ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর পেছনে কী উদ্দেশ্য আছে তা জানতে চান তিনি।
বুধবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনাভাইরাস মহামারি, ভ্যাকসিন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের নানা ডালপালার ব্যাপারে কথা বলেছেন বিল গেটস।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ও তাকে নিয়ে অনলাইনে লাখ লাখ উন্মত্ত ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং ভীতিকর ভাইরাল মহামারির যৌথ উত্থানের কারণে এমন হয়েছে বলে মনে করেন তিনি।
গেটস বলেন, ‘এসব শয়তানি ষড়যন্ত্র তত্ত্বের বিস্তারের মাধ্যমে আমি এবং ডা. ফাউসি এত বেশি বিখ্যাত হয়ে যাবো তা কেউই ধারণা করতে পারেননি। আমি খুবই হতবাক হয়েছি। আমি আশা করছি- এটির অবসান ঘটবে।’
বিজ্ঞাপন
২০১৪ সালে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান মার্কিন এই ধনকুবের। সমাজসেবার ব্রত নিয়ে তার চালুকৃত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাস মহামারির বৈশ্বিক লড়াইয়ে ১৭৫ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। গেটস ফাউন্ডেশনের এই অর্থ সহায়তা যাবে ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি, ডায়াগনস্টিকস ও অন্যান্য সম্ভাবনাময় চিকিৎসার পেছনে।
এক বছর আগে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ইন্টারনেটে লাখ লাখ ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার ঘটে। করোনাভাইরাস মহামারি, এর উৎপত্তি এবং এই ভাইরাস মোকাবিলায় যারা কাজ করছেন; তাদের উদ্দেশ্য নিয়েও ছড়ানো হয় গুজব। এর মধ্যে কিছু ষড়যন্ত্র তত্ত্বে বলা হয়, ফাউসি এবং বিল গেটস এই মহামারি সৃষ্টি করে মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা এই ভাইরাসের বিস্তারের মাধ্যমে লাভবান হতে চান। মানুষের অবস্থান শনাক্তকারী চিপস শরীরে প্রবেশ করানোর জন্য তারা ভ্যাকসিনের ব্যবহার করতে চান।
গেটসের প্রশ্ন, মানুষ কি আসলেই এসব বিশ্বাস করেছে?
এটি মানুষের আচরণের যেভাবে পরিবর্তন এনেছে সেব্যাপারে আগামী বছরজুড়ে মানুষকে জানাতে এবং বুঝাতে হবে...। আমরা কীভাবে এই ধরনের গুজব মোকাবিলা করবো?
বিল গেটস
উত্তেজিত গেটস
মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্সকে অত্যন্ত ‘স্মার্ট এবং চমৎকার’ মানুষ বলে অভিহিত করেছেন বিল গেটস। প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন নতুন প্রশাসনের অধীনে তারা কার্যকরভাবে কাজ করতে এবং সত্য বলতে সক্ষম হবেন বলে তাকিয়ে আছেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে করোনাভাইরাস মহামারি মোকাবিলার ব্যাপারে বিল গেটস বলেন, মাঝে মাঝে এমন মনে হতো যে, যুক্তরাষ্ট্রের সরকারে শুধুমাত্র তারা দু’জনই সুস্থ মস্তিষ্কের মানুষ। তিনি বলেন, স্বাস্থ্য সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট জো বাইডেন যে টিম বেছে নিয়েছেন আমি তাদের নিয়ে বেশ উত্তেজিত।
বিল গেটস বলেছেন, বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) পুনরায় যোগ দেয়ায় তিনি খুশি। প্রেসিডেন্ট অত্যন্ত স্মার্ট লোকজন নিয়োগ দিয়েছেন এবং মূল বিষয় হলো- ডা. ফাউসিকে দমিয়ে রাখা যাবে না।
এসএস