রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ জারি রাখায় রাজধানী মস্কোসহ অন্যান্য শহরে লকডাউনের নির্দেশ জারি করেছে দেশটির সরকার।

রোববার ভোর থেকেই মস্কো ও রাশিয়ার অন্যান্য শহরে টহল দেওয়া শুরু করে দাঙ্গাপুলিশ। অন্যদিকে মস্কো কর্তৃপক্ষ রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেয়, সড়কে চলাচলরত যানবাহনগুলোতেও শুরু করে কড়া নজরদারি।

কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে গত সপ্তাহের শনিবার থেকে বিক্ষোভ শুরু হয় রাজধানী মস্কো ও সেইন্ট পিটার্সবুর্গসহ রাশিয়ার বিভিন্ন শহরে। চলমান এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার আন্দোলন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ওভিডি-ইনফো।

গত বছর আগস্টে বিষ প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে ‘কোমায়’ চলে যাওয়া নাভালনি জার্মানিতে চিকিৎসা গ্রহণ শেষে চলতি বছর জানুয়ারির মাঝামাঝি দেশে ফিরে আসার পর বিমানবন্দর থেকেই গ্রেফতার হন। এরপর আদালত তাকে কারাবাসের আদেশ দেয়।

ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার কার্যক্রম শুরু হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, নিজের দুর্নীতিবিরোধী সংস্থার নামে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নেওয়া ৪০ লাখ ডলার আত্মসাৎ করেছেন নাভালনি।

আদালতের এই আদেশে ক্ষুব্ধ নাভালনি সমর্থকরা মস্কো এবং সেইন্ট পিটার্সবুর্গ শহরে বিক্ষোভ শুরু করলে প্রথম পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মাধ্যমে তা ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ।

কিন্তু বিক্ষোভকারীরা তাতে না দমায় পুলিশও আন্দোলন প্রতিহত করতে ‘হার্ড লাইনে’ যাওয়া শুরু করে। অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিকে গ্রেফতার করা হয়েছিল গত সপ্তাহেই, কয়েকদিন পর আটক করা হয় তার ভাই ওলেগ নাভালনিকেও।

এছাড়া গত সপ্তাহের মস্কো বিক্ষোভে অংশ নিতে মানুষদের আহ্বান জানানোর অভিযোগে চলতি সপ্তাহে নাভালনির ঘনিষ্ট হিসেবে পরিচিত আইনজীবী লিওবভ সোবল এবং তার ভাই ওলেগ সোবলকে গৃহবন্দি করা হয়েছে।

এ বিষয়ক এক সরকারি আদেশে বলা হয়েছে, জনগণকে করোনা বিধিনিষেধ উপেক্ষার উস্কানির অপরাধে আগামী মার্চের শেষভাগ পর্যন্ত তাদের গৃহবন্দি অবস্থায় থাকতে হবে। একই অভিযোগে আটক করা হয়েছে নাভালনির অন্যতম মুখপাত্র কিরা ইয়ারমিশকেও।

গত সপ্তাহের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে শনিবার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে মানবাধিকার বিষয়ক একটি রুশ ওয়েবসাইটের প্রধান সম্পাদক সের্গেই স্মিরনভকে।

বিবিসি বলছে, মস্কোর কারাগারে নাভালনির সমর্থকদের আটক রাখতে জায়গা সংকুলান করতে হিমশিম খাচ্ছে পুতিন প্রশাসন।

কে এই নাভালনি?

দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী হিসেবে অত্যন্ত পরিচিত রাজনীতিক নাভালনি। ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু অর্থ আত্মসাতের দায়ে দেশটির বিরোধী এই নেতাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার বিরোধী এই নেতার লাখ লাখ অনুসারী রয়েছেন। চলতি বছর সাইবেরিয়ার স্থানীয় পরিষদ নির্বাচনে নাভালনির কয়েকজন সমর্থক নির্বাচিত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ