ক্যাপিটলে হামলায় টাকা ঢালেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী
প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতাগ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সশস্ত্র হামলা ও সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। সমর্থকদের চালানো এই হামলায় ট্রাম্প উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে সেই হামলা সম্পর্কে শনিবার (৩০ জানুয়ারি) নতুন তথ্য সামনে এনেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটি বলছে, গত ৬ জানুয়ারি ট্রাম্পের পক্ষে র্যালি, সমাবেশ ও সেখান থেকে ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলা চালাতে ট্রাম্প সমর্থকদের টাকা দিয়েছিলেন জুলি জেনকিনস ফ্যান্সেলি নামে এক ব্যবসায়ী। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত এই ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের পাবলিক্স সুপার মার্কেট চেইনের উত্তরাধিকারী।
বিজ্ঞাপন
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের পাশে এলিপস পার্কে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে দেশ ও গণতন্ত্র বাঁচাতে ‘যুদ্ধে নামতে’ সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু এলিপস পার্কে হাজার হাজার ট্রাম্প সমর্থককে জড়ো করতে মোটামুটি পাঁচ লাখ ডলার খরচ করা হয়েছিল। এর সিংহভাগই দিয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়ী জুলি জেনকিনস ফ্যান্সেলি।
বিজ্ঞাপন
এছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে প্রচারণায় দু’হাতে টাকা তিনি টাকা ঢেলেছেন বলে অভিযোগ রয়েছে। অ্যালেক্স জোন্স নামে কট্টর ডানপন্থী এক রেডিও অনুষ্ঠানের উপস্থাপকের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় ফ্যান্সেলি টাকা দেন বলে অভিযোগ রয়েছে।
ক্যাপিটলে হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। এছাড়া হামলায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় ১৩৫ জনের বেশি মানুষকে। হামলায় উসকানি দেওয়ায় ফেসবুক, ইন্সটাগ্রাম নিষিদ্ধ করে ট্রাম্পকে। আর টুইটার তো ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবেই বন্ধ করে দেয়।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ৬ জানুয়ারি ট্রাম্পের ওই সমাবেশে ভাষণ দিতে ব্যক্তিগতভাবে ৫০ হাজার ডলার দিয়েছিলেন উপস্থাপক অ্যালেক্স জোন্স। এই মিছিল ও সমাবেশ থেকে ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল মূলত প্রাউড বয়েজ ও ওথ কিপার্স নামক দুটি উগ্রবাদী ডানপন্থী গ্রুপের সদস্যরা। নিজে কট্টর ডানপন্থী রেডিও অনুষ্ঠানের উপস্থাপক হওয়ায় বহুবারই উগ্রবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন জোন্স।
যদিও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি ব্যবসায়ী জুলি জেনকিনস ফ্যান্সেলি ও উপস্থাপক অ্যালেক্স জোন্স।
আর টুইটারে দেওয়া পোস্টে পাবলিক্স সুপার মার্কেট জানিয়েছে, ‘ব্যবসায়ী জুলি জেনকিনস ফ্যান্সেলির সঙ্গে তাদের মার্কেটের কোনো যোগাযোগ নেই। এমনকি তিনি আমাদের ব্যবসা পরিচালনার সঙ্গেও জড়িত নন। ফ্যান্সেলির কোনো কর্মকাণ্ডের বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না।’
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
টিএম