ব্যাপক তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় কয়েকটি অঞ্চল। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার বিকেল নাগাদ ওই তুষারঝড়ে নিউয়র্ক সিটি, পেনসিলভানিয়া, এবং নিউ জার্সির কিছু অংশ ১৭-১৯ ইঞ্চি তুষারের আস্তরণে ঢাকা পড়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৬ টা থেকে শুরু হওয়া এই তুষারঝড়ের কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। এই দুই রাজ্যের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে, বন্ধ রয়েছে বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলো।

দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘণ্টায় আশি কিলোমিটার গতির এই ঝড় মঙ্গলবার নাগাদ নিউ ইংল্যান্ডের দিকে সরে যেতে পারে।

ঝড়ের প্রেক্ষিতে সোমবার নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকশ ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও এক নির্দেশে স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এ রাজ্যে স্থগিত করা হয়েছে টিকাদান কর্মসূচিও।

এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছি। আমার শঙ্কা হচ্ছে যে পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিতে পারে।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, সোমবার ঝড়ের কারণে কানেকটিকাট, নিউজার্সি, রোড আইল্যান্ড, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির কিছু অংশে টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো সোমবার রাজ্যের বর্তমান পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, সাংবাদিকদের বলেন, ‘এখন যেমনটা দেখা যাচ্ছে, সামনে তা আরো খারাপ মোড় নিতে পারে।’

নিউজার্সি রাজ্যের গভর্নর ফিলিপ মারফি ইতোমধ্যে রাজ্যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিলসহ বাস ও ট্রেনযাত্রা স্থগিতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে গভর্নরের দফতর থেকে।    

পূর্ব উপকূলীয় এলাকার সাম্প্রতিক এই তুষারঝড়ে করণীয় সম্পর্কে সোমবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা বৈঠকও করেছেন।

গত সপ্তাহে দেশটির পশ্চিম উপকূলে হয়েছিল তুষারঝড়। এর মাত্রা এত বেশি ছিল যে ক্যালিফোর্নিয়ার কিছূ অংশ ৬ ফুট বরফের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছিল।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ