যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যে আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৮টার পর এ দুর্ঘটনা ঘটে।

ন্যাশনাল গার্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার রাত ৮টার পর ইডাহো অঙ্গরাজ্যের বয়েস নামক এলাকার পাশে লাকি পার্কের দক্ষিণ দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তিন সেনা ঘটনাস্থলেই মারা যান।
 
দুর্ঘটনায় নিহত তিন সেনা সদস্য ইডাহো আর্মির ন্যাশনাল গার্ডের পাইলট। বাহিনীর রুটিন প্রশিক্ষণ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাদের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল রাত পৌনে ৮টার দিকে।  

ন্যাশনাল গার্ডের রাজ্য অ্যাভিয়েশন কর্মকর্তা কর্নেল ক্রিস্টোফার বার্ট, দুর্ঘটনার পরই হেলিকপ্টারের ইমারজেন্সি ট্রান্সমিটার লোকেটর ডিভাইসটি সচল হয়। পরে অবস্থান শনাক্ত করে মরদেহ উদ্ধার করা হয়। 

ইডাহো ন্যাশনাল গার্ডের মুখপাত্র লেফেটেনেন্ট কর্নেল ক্রিস্টোফার বর্ডারস এবিসি নিউজকে বলেন, ‘দুর্ঘটনার সময় প্রচুর কুয়াশা ছিল। আর যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছি সেটি একটি পাহাড়ি এলাকা।’ 

এএস