করোনা মহামারি ও খরার কারণে ২০২০ সালে বেকারত্বের হার বাড়ছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে। দেশটির সরকারি প্রতিষ্ঠান হাই কমিশন ফর প্ল্যানিং বা এইচসিপি বুধবার এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বর্তমানে মরক্কোর মোট কর্মক্ষম জনশক্তির ১১ দশমিক ৯ শতাংশ বেকার।

বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মহামারি ও গতবছরের খরার কারণে দেশটির কৃষিখাতের ব্যাপক ক্ষয়ক্ষতিকে উল্লেখ করা হয়েছে এইচসিপির প্রতিবেদনে। এ বিষয়ে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে অনেক কারখানা ও সেবাদানকারী প্রতিষ্ঠান বন্ধ আছে, তদুপরি গতবছর অনাবৃষ্টি বা খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কৃষিখাত।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশটিতে বেকার রয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ। দেশের কর্মক্ষম নারীদের মধ্যে বেকারত্বের হার ১৬ দশমিক ২ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে এই হার ১০ দশমিক ৭ শতাংশ; এছাড়া উচ্চশিক্ষিত, অর্থাৎ স্নাতক পাস করা তরুণ-তরুনীদের ১৮ দশমিক ৫ শতাংশ বেকার রয়েছেন। মরক্কোর নগরাঞ্চলে বেকারত্বের হার ১৫ দশমিক ৮ শতাংশ এবং গ্রামাঞ্চলে এই হার ৫ দশমিক ৯ শতাংশ।

মহামারি ও খরার কারণে গতবছর দেশটির কৃষিখাতের ২ লাখ ৭৩ হাজার কর্মসংস্থান নষ্ট হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়া নির্মাণখাত ও সেবাখাতে নষ্ট হয়েছে ৯ হাজার কর্মসংস্থান। তবে শিল্পখাতে গতবছর ৩৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে এইচসিপি।

সূত্র: মিডলইস্ট মনিটর

এসএমডব্লিউ