ইসরায়েলের রাজধানী জেরুজালেমে মার্কিন দূতাবাস রাখার ব্যাপারে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। শনিবার এক লিখিত বিবৃতিতে সিনেট সদস্য বিল হ্যাগার্টি এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বিল হ্যাগার্টি বলেন, জেরুজালেমে মার্কিন দূতাবাস রাখা হবে কিনা- এ বিষয়ের পক্ষে-বিপক্ষে ভোট আহ্বান করে সম্প্রতি সিনেটে একটি বিল উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর জিম ইনহফ। বিলে বলা হয়- যুক্তরাষ্ট্র সরকার জেরুজালেমে দেশটির দূতাবাস স্থায়ীভাবে রাখার পক্ষে। এর মাধ্যমে ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকার এই বার্তা পৌঁছে দিতে চায় যে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

বিল উত্থাপনের পর সিনেটের ৯৭ জন সদস্য জেরুজালেমে দূতাবাস রাখার পক্ষে, ৩ জন বিপক্ষে রায় দেন। যারা এই বিলের বিপক্ষে রায় দিয়েছেন তাদের মধ্যে বামপন্থী হিসেবে পরিচিত ডেমোক্র‌্যাট সিনেটর বার্নি স্যান্ডার্সও আছেন।

২০১৭ সালের শেষভাগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় দেশটির নেতানিয়াহু সরকার। এর পরের বছর ২০১৮ সালের মাঝামাঝি ইসরায়েলের সাবেক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে হ্যাগার্টি বলেন, ‘ঐতিহাসিক নগরী জেরুজালেম, যাকে রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল; সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের বিষয়ে ট্রাম্প প্রশাসন যে আদেশ দিয়েছিল- তা বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিনেট।’

আরেক বিবৃতিতে জিম ইনহফ বলেন, ‘সিনেট জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস রাখার পক্ষে রায় দিয়েছে- এ কারণে আমি গর্বিত।’

সূত্র: মিডলইস্ট মনিটর।

এসএমডব্লিউ