হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমেনীকে শাহবাগ ও রমনা থানার পৃথক দুই মামলায় ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ২০১৩ সালের শাহবাগ ও রমনা থানার পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করে আতাউল্লাহ আমেনীকে আদালতে হাজির করেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মামলা দুটিতে তার তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ এপ্রিল পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় আতাউল্লাহ আমেনীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে ২২ এপ্রিল পল্টন থানার ২০১৩ সালের এক মামলায় আতাউল্লাহ আমেনীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২০ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজত নেতা আতাউল্লাহ আমেনী গ্রেফতার হন।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় হেফাজত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

টিএইচ/জেডএস