রাজধানীর বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে গ্রেফতার সুলতান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন : রিকশাচালককে নির্যাতনকারী কে এই প্রভাবশালী ব্যবসায়ী?

সূত্রটি জানায়, বুধবার সুলতান আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক মো. আলী রেজা মামুন। একইসঙ্গে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রিকশাচালককে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার (৪ মে) সুলতান নামে ওই ব্যক্তিকে আটক করে বংশাল থানা পুলিশ।

টিএইচ/এসকেডি