পররাষ্ট্রসচিবের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ/ ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সোমবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ব্রাজিলের রাষ্ট্রদূত ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি করার কথা সচিবকে জানান। সচিব মাসুদ বিন মোমেনও দেশটির সঙ্গে ঢাকা সম্পর্ক আরও বৃদ্ধিতে আগ্রহী বলে রাষ্ট্রদূতকে জানান।

সচিব ও রাষ্ট্রদূত বিভিন্ন বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করার ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় নিয়ে আসেন পররাষ্ট্রসচিব।

এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূতকে এ সমস্যা সমাধানে তাদের বন্ধু রাষ্ট্রসহ করণীয় নিয়ে ঢাকার পাশে থাকার আহ্বান জানান মাসুদ বিন মোমেন। রাষ্ট্রদূত এ সমস্যা সমাধানে ঢাকার পাশে থাকার আশ্বাস দেন।

এনআই/এফআর