আগুনের প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের একটি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পরও আগুন পুরোপুরি নেভানো যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কুমিরা ইউনিটের কর্মকর্তা আতিকুর রহমান।

আজ (বুধবার) দুপুরের দিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

চট্টগ্রাম নগরীর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর দুইটা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাতটি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। প্রায় ছয় ঘণ্টা পরও আগুন পুরো নেভেনি। তবে নিয়ন্ত্রণে এসেছে। এখনো ঘটনাস্থলে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কুমিরা ইউনিটের কর্মকর্তা আতিকুর রহমান জানান, কারখানার ভিতরে বড় মাঠে কয়েকশ ড্রামে কালো তেল রাখা ছিল। এ তেলের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।  

অগ্নিকাণ্ডের বিষয়ে আবুল খায়ের স্টিলের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

চট্টগ্রাম/এইচকে