ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ডেমরা থানার ম্যাপ
রাজধানীর ডেমরা থানার উত্তর শানার পাড় এলাকায় নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে মিজানুর রহমান (৫০) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাত ভাই দুলাল বলেন, মিজানুর রাজমিস্ত্রির কাজ করে। প্রতিদিনের মতো আজও সে কাজে যান। হঠাৎ খবর পাই, মিজানুর ভাই বিল্ডিং থেকে পড়ে গেছেন। পরে ঢাকা মেডিকেলে এসে শুনি ভাই মারা গেছেন। এখন পরিবারের কী হবে? আমি এ বিল্ডিংয়ের মালিকের শাস্তি দাবি করছি।
বিজ্ঞাপন
নিহতের বড় বোন মালেক খাতুন বলেন, আমরা দুই বোন ও এক ভাই। আমার ভাই সবার ছোট। আমার একটা ভাই এভাবে চলে গেল। কিভাবে তারা কাজ করায়? এখন আমার ভাইয়ের পরিবারের কী হবে? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। নিহতের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগরের রোয়া চালা গ্রামে। তিনি সেখানকার বাসিন্দা মৃত মোনাব মিয়ার একমাত্র ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ডেমরা থেকে একটি নির্মাণশ্রমিকের বডি এসেছে দুপুর সোয়া ১২টার দিকে। ভবনের কনট্রাক্টর শহীদুল হাসপাতালে নিয়ে এসেছেন। এ ঘটনার বিষয়ে শহীদুলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বিজ্ঞাপন
আরএইচ